E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু

২০১৫ এপ্রিল ০৯ ০৯:২৬:০০
মেহেরপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার রাজাপুরে গ্রামবাসীর গণপিটুনিতে নিহত তিন ডাকাতের পরিচয় পাওয়া গেছে।

নিহতরা হলেন, সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফারুক হোসেন (৩৬), নাজের আলীর ছেলে রফিক হোসেন (৪২) ও গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের আয়ুব আলীর ছেলে শরিফুল ইসলাম।

বৃহস্পতিবার সকালের দিকে নিহতদের স্বজনরা এসে তাদের লাশ শনাক্ত করেন।

মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের নামে মেহেরপুর জেলাসহ বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। এই দলের সদস্যদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হবে।

নিহত তিন ডাকাতের মরদেহ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ১০/১২ জনের একটি ডাকাত দল সদর উপজেলার রাজাপুর গ্রামে প্রবেশ করে। এ সময় ডাকাত দল রাজাপুর মাঠে শশার ক্ষেতের পাহারাদারকে ধরে পিটুনি দিয়ে ছেড়ে দেয়। পরে পাহারাদার গ্রামে পালিয়ে এসে খবর দিলে গ্রামবাসী ডাকাত দলকে ধাওয়া করে।

এ সময় গ্রামবাসীকে লক্ষ্য করে ৫টি বোমা বিস্ফোরণ ঘটায় ডাকাতরা। গ্রামবাসী তাদের ধাওয়া করে মাঠের ভেতর থেকে তিন ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন ডাকাতকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলেই এক ডাকাতের মৃত্যু হয়। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরও দুই ডাকাত মারা যান বলে জানান হাসপাতালে দায়িত্বরত ডাক্তার মাহাবুব হোসেন।

ডাকতদের সঙ্গে থাকা একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে রাজাপুর গ্রামে ডাকাত নিহতের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে বলে জানান এলাকাবাসী।

(ওএস/এএস/এপ্রিল ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test