E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেহেরপুরের রাজাপুরে ৩ ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী

২০১৫ এপ্রিল ০৯ ১০:২৭:৫১
মেহেরপুরের রাজাপুরে ৩ ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে ৩ ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। নিহত ডাকাতরা হলো মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফারুক (৩৬), নাজেরের ছেলে রফিক (৪০) এবং গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের আয়ুব আলীর ছেলে শরিফুর (৪০)। নিহতদের কাছে থেকে একটি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ১০-১২ জনের এক দল সশস্ত্র ডাকাত রাজাপুর গ্রামে প্রবেশ করে। এসময় রাজাপুর গ্রামের ভাষান নামের এক কৃষক জমিতে সেচ দেওয়ার সময তাদের পরিচয় জানতে চাই। এ সময় ডাকাতরা ভাষানকে মারধর করে ছেড়ে দেয় । পরে ভাষান গ্রামের সবার সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে গ্রামবাসীরা পুরো গ্রাম ঘিরে ফেলে। এ সময় অবস্থা বেগতিক দেখে ডাকাতরা ৫টি বোমার বিষ্ফোরণ ঘটায়। এতে গ্রামবাসী আরো তৎপর হয়ে ডাকাতদলের ফারুক, রফিক ও শরিফুল নামের ৩ জনকে ধরে ফেলে এবং গনপিটুনী শুরু করে। এতে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়।

খবর পয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছায়। এ সময় মৃত ১ডাকাত সহ বাকি ২ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গ্রামবাসীর গনপিটিুনিতে এক ডাকাত ঘটনাস্থলে মারা যায়। বাকি ২ জন হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। তিনি আরো জানান, নিহতদের কাছে থেকে একটি পিস্তল ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বোমা বিষ্ফোরণের আলামত পাওয়া গিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে তিনি বলে জানান।

(আইএম/এসসি/এপ্রিল০৯,২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test