E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান

২০১৫ এপ্রিল ০৯ ১৬:৩০:৪৩
বাগেরহাটে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট বাগেরহাট বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট ভবন পরিত্যাক্ত ঘোষনা করার দীর্ঘ দেড় বছর পার হলেও শুরু করা হয়নি নতুন ভবন নির্মান কাজ। সরকারি নিয়ম রক্ষার্থে অনেকটা  বাধ্য হয়ে ভবনেব পাশে জরার্জীন টিনশেডে সাড়ে ৩ শ ছাত্র/ছাত্রীদের নিয়ে চলছিল শিক্ষা কার্যক্রম। কিন্তু গ্রীস্মের অতিরিক্ত তাপদাহ ও বর্ষার পানি মুুলিবাশের তৈরী বেড়া ভেদ করে  শ্রেনী কক্ষে ডুকে পড়ায় অনেটা বাধ্য হয়েই বিদ্যালয়ের বাইরে ক্লাস নিতে হচ্ছে শিক্ষকদের। এ অবস্থায় অনেক অবিভাবকরা তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছেন না। সরেজমিন ওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে ছাত্র/ ছাত্রীদের  এ দুরবস্থা। খোদ বাগেরহাট শহরের অন্তরের এ প্রাথমিক বিদ্যালয়ে করুন অবস্থা চলছে দিনের পর দিন।

জানাগেছে ১৯৮৮ সালে বাসাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে নতুন দ্বিতল ভবন নির্মান হয়। পরে ২০০১ সালে এলাকাবাসীর আপত্তি সত্বেও ওই দ্বিতল ভবনের উপর নতুন করে তৃতীয় তলার কাজ সম্পন্ন হয়। এলাকাবাসির অভিযোগ নির্মান কাজে নানাবিধ ক্রটির কারনে তখন থেকেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এক পর্যায়ে তিন তলা বিশিষ্ট ওই বিদ্যালয়ে শ্রেণীকক্ষে ছাত্র/ছাত্রীদের রেখে পাঠদান ঝুকিপূর্ণ হয়ে পড়ে। এ অবস্থায় ২০১৩ সালের ৫ জুন বিদ্যালয়টির ভবন পরিত্যাক্ত ঘোষনা করে কর্তৃপক্ষ। এঘটনার পর ওই বছরের ৬ জুলাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুরুরী ভারে পরিত্যাক্ত ভবনের কিছ দুরে মাঠের মধ্যে টিন শেডের কাচা ঘর তৈরী করা হয়। এ সময়ে ওই বিদ্যালয়ে শিশু শ্রেণীসহ ৫ম শ্রেণীতে মোট ৩শত ২২ জন ছাত্র ছাত্রী ছিল। সাময়িক সময়ের জন্য ছাত্র/ছাত্রীদের জন্য টিনশেডের তৈরী শ্রেণীকক্ষের এখন চরম দুবরস্থা । টিন নষ্ট হয়ে গেছে ,বাশের তৈরী বেড়ার ও খারাপ অবস্থা। বৃষ্টি কাদায় ছাত্র ছাত্রীদের চরম দুরবস্থা। তার মধ্যে চলছে ক্লাস। দীর্ঘ দিনেও শুরু হয়নি ওই বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মানের কাজ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বুলবুল জানান, উদ্ধতন কর্তৃপক্ষকে স্কুলের ছাত্র/ছাত্রীদের শ্রেণীকক্ষের চরম দুরদশার বিষয়টি জানানো হয়েছে। ছাত্র/ছাত্রীদের ক্লাস নিতে অনেকটা বাধ্য হয়েই কর্দমক্ত শ্রেণীকক্ষে বসিয়ে শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। অতিরিক্ত তাপদাহ ও বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে আর ক্লাস নেওয়ার মত পরিবেশ থাকে না তখন শিক্ষকরা শ্রেণীকক্ষের বাইরে খোলা মাঠে ছাত্র/ছাত্রীদের ক্লাস নেন। দেড় বছর হয়ে গেল সমায়িক সময়ের জন্য নির্মিত এ শ্রেনী কক্ষের বর্তমান অবস্থা খুবই খারাপ। স্কুলের এ দুরবস্তার কারনে বর্তমানে স্কুলে ছাত্র ছাত্রীদের উপস্থিতি অনেক কমে গেছে।
এবিষয়ে বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকতা এএফএম এহতেশামুল হক বলেন, অনেক আগে পরিত্যাক্ত ওই স্কুল ভবনের পাশে উপজেলা প্রশাসন জরুরী ভিত্তিতে ছাত্র/ছাত্রীদের ক্লাস নেবার জন্য তিনটি কক্ষ তৈরী করে দেয়। এখনও সেখানে চলছে ক্লাস। ওই স্কুলের দুরবস্থার বিষয়টি উল্লেখ করে যথাযত কতৃপক্ষকে বিষয়টি অবহিত করে পুরাতন ভবনের স্থানে নতুন ভবন নির্মানের জন্য লিখিত আবেদন করা হলেও এখনো কোন বরাদ্দ পাওয়া যায়নি বলে তিনি জানান।
(একে/পিবি/ এপ্রিল ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test