E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাদেবপুরে অটিজম সচেতনতা দিবস পালিত

২০১৫ এপ্রিল ০৯ ১৭:৩২:৫৫
মহাদেবপুরে অটিজম সচেতনতা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি : ‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনের শুভ বারতা’ এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে  নওগাঁর মহাদেবপুরে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন ও জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ওবায়দুল হক বাচ্চু, আওয়ামী লীগ নেতা কাজী বেলাল, মহাদেবপুর কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ ময়নুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে হুইপ বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও সাংস্কৃতির ব্যাপারে খুবই আন্তরিক। প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তাদেরকে অবহেলা না করে যত্ন নিলে তারাও সমাজে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর আগে অটিজম সচেতনতা বিষয়ক ব্যানার, ফেস্টুন সহকারে প্রতিবন্ধীদের একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রাবেয়া পল্লীতে অবস্থিত অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। আলোচনা সভান্তে প্রতিবন্ধী শিশুদের পরিবেশনায় সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
(বিএম/পিবি/ এপ্রিল ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test