E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

২০১৫ এপ্রিল ০৯ ২০:০৮:২০
সিংড়ায় হরিজন সম্প্রদায়ের মানববন্ধন

নাটোর প্রতিনিধি : সরকারি জায়গা থেকে উচ্ছেদ বন্ধ ও কলোনী বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার নাটোরের সিংড়ায় হরিজন সম্প্রদায় মানববন্ধন ও স্মারকলিপি পেশ করে।

সিংড়া উপজেলায় বসবাসরত হরিজন সম্প্রদায়ের শতাধিক পরিবারের নারী-পুরুষ ও শিশুরা উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন করে।

বেসরকারি প্রতিষ্ঠান সিংড়া পল্লী উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বিএনপি নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস হরিজনদের দাবীর প্রতি একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন।

মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক মিজানুর রহমান,সাংবাদিক এমরান আলী রানা, মাহবুব আলম বাবু প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের কাছে একটি স্মারক লিপি প্রদান করা হয়। স্মারকরিপি প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন হরিজন সম্প্রদায়ের কাউকে সরকারী জমি থেকে উচ্ছেদ না করার ঘোষনা দিলে তারা আনন্দে নাচানাচি করতে থাকে।

(এমআর/এটিআর/এপ্রিল ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test