E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিল্কভিটার নবনির্বাচিত সভাপতির সমবায়ীদের সঙ্গে মতবিনিময়

২০১৫ এপ্রিল ১০ ২১:২০:২৬
মিল্কভিটার নবনির্বাচিত সভাপতির সমবায়ীদের সঙ্গে মতবিনিময়

সিরাজগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) নবনির্বাচিত সভাপতি শেখ নাদির হোসেন নিপু গতকাল শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ির দুগ্ধকারখানা ও উল্লাপাড়ার লাহিড়ীমোহনপুরে নির্মানাধীন গোখাদ্যে প্লান্ট পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে বিকালে বাঘাবাড়ী কারখানায় মিল্কভিটার সমবায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেন।

মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি শেখ নাদির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মিল্কভিটার ব্যবস্থাপনা কমিটির পরিচালকদের মধ্যে গোলাম মোস্তফা, এ্যাডঃ শেখ আব্দুল হামিদ লাভলু, সাজ্জাদ হায়দার লিটন, নাজিম উদ্দীন হায়দার, সামসুল আরেফিন প্যাডেল, মিল্কভিটার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আসমাউল হোসেন, সাবেক সভাপতি হাসিব খান তরুণ, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান, মিল্কভিটার অতিরিক্ত মহাব্যবস্থাপক (প্রশাসন) ড. সাখাওয়াত হোসেনসহ সমবায়ীরা।

সভাপতি তার বক্তব্য বলেন, মিল্কভিটা প্রাচীন জনগোষ্টী নিয়ে এগিয়ে চলছে। সমবায়ীরাই এই প্রতিষ্ঠানের প্রাণ। সমবায়ীদের দুগ্ধ উৎপাদন খরচ যাতে কম হয় সে জন্য কমমূল্যে সুষম খাদ্যে সরবরাহ করার লক্ষ্যে মিল্কভিটা একটি গো-খাদ্যে প্লান্ট স্থাপন করেছে। অচিরেই এটি চালু করা হবে। একই সঙ্গে উৎপাদিত পণ্য সারা দেশে সহজলভ্য করতে বিপনন ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। দেশ তথা বিশ্বের মধ্যে এই সমবায়ী প্রতিষ্ঠানটি মাথা উচু করে থাকবে। এ জন্য আপনাদের সার্বিক সহযোগীতা কামনা করছি।

সভায় পাবনা, সিরাজগঞ্জ, নাটোর ও বগুড়া জেলার মিল্কভিটার আওতাধীন প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে নবনির্বাচিত সভাপতি মিল্কভিটার অধিনে উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুরে নির্মিত গো-খাদ্যে কারখানা ও বাঘাবাড়িতে দুগ্ধ কারখানা পরিদর্শন করেন।

(এসএস/এসসি/এপ্রিল১০,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test