E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে ট্রাক-সিএনজি  সংর্ঘষ নিহত ২, আহত ৫

২০১৫ এপ্রিল ১১ ১৮:১১:৩৪
রাণীনগরে ট্রাক-সিএনজি  সংর্ঘষ নিহত ২, আহত ৫

নওগাঁ প্রতিনিধি:শনিবার বেলা পৌনে ২টার দিকে নওগাঁর রাণীনগরে ট্রাক-সিএনজি মূখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ২ জনকে রাণীনগর ও ৩ জনকে আশংকাজনক অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাণীনগর-আবাদপুকুর সড়কের পুঠিয়া আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমির পূর্ব পাশে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত ও ৫ জন আহত হয়। নিহতরা হলেন, আত্রাই উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম (৪৬), ও অপরজন পার-নওগাঁর ফারুক হোসেনের ছেলে স¤্রাট হোসেন (৩৮)। আহতরা হলেন, আত্রাই উপজেলার দেবনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বিদ্যুৎ প্রাং (৩২), নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ মহল্লার আতোয়ার রহমানের স্ত্রী নাজু বেগম (৩০) নাটোর জেলার সিংড়া উপজেলার কান্দিনগর গ্রামের মোহরত আলীর ছেলে রুহল আমিন ও রাণীনগর উপজেলার সিংগারপাড়ার দুলাল হোসেনের ছেলে মহসিন আলী (২৬) এর মধ্যে আহত অপর একজনের নাম ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ট্রাকটি নওগাঁ থেকে আবাদপুকুর যাচ্ছিল এবং সিএনজি আবাদপুকুর থেকে নওগাঁ যাবার সময় এই দূর্ঘটনা ঘটে । এব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং এলাকার করজগ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি আটক করলেও চালককে খুঁজে পাওয়া যায়নি । এদিকে মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক দূর্ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় এমপি ইসরাফিল আলম, এমপি পতœী সুলতানা পারভিন বিউটি এবং নওগাঁ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কানাইলাল সরকার। তারা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

সিএনজির ধাক্কায় শিশু নিহত

অপরদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁর রাণীনগরে সিএনজির ধাক্কায় তানজিদ আহম্মেদ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রাণীনগর-আত্রাই সড়কের মালঞ্চি নামক স্থানে। আত্রাই উপজেলার আটগ্রাম দূর্গাপুর গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী নিশা আক্তার শিশু সন্তানকে নিয়ে ভটভটি (লছিমন) যোগে মালঞ্চি নামকস্থানে নেমে রাস্তার ধারে দাঁড়িয়ে ভাড়া দেয়ার সময় রাণীনগরগামী একটি সিএনজি তানজিদকে ধাক্কা দেয়।


(বিএম/এসসি/এপ্রিল১১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test