E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরণখোলায় নকলের অভিযোগে কেন্দ্র সচিব পদত্যাগ

২০১৫ এপ্রিল ১২ ১৩:২২:৫৪
শরণখোলায় নকলের অভিযোগে কেন্দ্র সচিব পদত্যাগ

বাগেরহাট প্রতিনিধি  : চলতি এইচএসসি পরীক্ষায় বাগেরহাটের শরণখোলা ডিগ্রী কলেজ কেন্দ্রে নকলের মহোৎসব ঠেকাতে না পেরে কেন্দ্র সচিবের পদ থেকে পদত্যাগ করেছেন ওই কলেজের যুক্তিবিদ্যা বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক, মোঃ মোস্তাফিজুর রহমান। গত ৯ এপ্রিল বৃহস্পতিবার ইংরেজী ১ম পত্রের পরীক্ষায় শিক্ষার্থীদের প্রকাশ্যে নকল করার পাশাপাশি কয়েকজন শিক্ষকের মাধ্যমে বিভিন্ন কক্ষে নকল পৌছে দেয়ার দৃশ্য দেখে তিনি তাৎক্ষনিক শারিরিক অসুস্থতা দেখিয়ে কলেজ অধ্যক্ষের কাছে কেন্দ্র সচিবের পদ থেকে লিখিত ভাবে পদত্যাগ করেন। রবিবার বিষয়টি প্রকাশ হয়ে পড়লে শুরু হয় তোলপাড়।

কলেজ ও শিক্ষকদের সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল থেকে সারা দেশের ন্যায় শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজ, তাফালবাড়ী স্কুল এন্ড কলেজ ও শরণখোলা ডিগ্রী কলেজের জেনারেল ও কারিগরি বোর্ড শাখার ৮১৬ জন শিক্ষার্থী শরণখোলা ডিগ্রী কলেজ কেন্দ্রে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিন থেকে টুকিটাকি নকল হলেও ৯ এপ্রিল ইংরেজী ১ম পত্র পরীক্ষার দিন কতিপয় শিক্ষক বিভিন্ন প্রশ্নের উত্তর টাকার বিনিময় কক্ষে কক্ষে শিক্ষার্থীদের কাছে পৌছে দেয়। কোন কোন শিক্ষক আবার মুল বই কক্ষে পৌছে দেয়। দলবাজ শিক্ষকদের নকলে সহয়তার এমন ভয়াবহতা দেখে অন্য শিক্ষকদের অনেকেই প্রতিবাদ করতে সাহস পায়নি। বিষয়টির প্রতিবাদে কেন্দ্র সচিব ওই দিনই পদত্যাগ করেন। কলেজের কয়েকজন শিক্ষক বলেন, নকলের এমন ভয়াবহ চিত্র কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত তারা দেখেননি। তবে বিষয়টি কলেজের অন্য এক শিক্ষক স্বীকার করে বলেন, পরীক্ষায় পাশের হার বাড়াতে শিক্ষার্থীদের সামান্য সুযোগ দেয়া হয়েছে।
কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান জানান,বর্তমান পরিস্থিতিতে তার পক্ষে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করা সম্ভব নয় । এব্যাপারে শরণখোলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকিরের কাছে মুঠোফোনে জানতে চাইলে বলেন, আমি সাংবাদিকদের কাছে বক্তব্য দিতে বাধ্য নই, এই বলে ফোনটি কেটে দেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মদ অতুল মন্ডল জানান, পরীক্ষায় নকলের অভিযোগ তিনি পেয়েছেন। তবে কেন্দ্র সচিবের পদত্যাগের বিষয়টি তারা জানা নেই। এব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

(একে/পিবি/ এপ্রিল ১২,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test