E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত,  অগ্নিসংযোগ আহত-১৫

 

২০১৫ এপ্রিল ১২ ২১:০৯:৫৬
রায়পুরে ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত,  অগ্নিসংযোগ আহত-১৫
 

রায়পুর(লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকচাপায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাব মৃধা (২২) নিহত হয়েছেন। আহত হয়েছেন ছাত্রলীগ কর্মী মো. শাওন (২২)। নিহত ছাত্রলীগ নেতা সিহাব রায়পুর শহরের নতুন বাজার এলাকার বাসিন্দা ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদ আবদুল ওয়াদুদ মৃধা চৌধুরীরের ছেলে।

এ ঘটনার জের ধরে উত্তেজিত এলকাবাসী ঘাতক ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। এছাড়াও বাসসহ অন্তত আরও ১০টি যানবাহন ভাঙচুর ও সড়ক অবরোধ করে। রোববার (১২ এপ্রিল) দুপুর ২টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রবিদাসের পুল এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় পর উত্তেজিত এলাকাবাসী ও ছাত্রলীগ নেতাকর্মীরা দুর্ঘটনাস্থল ও রায়পুর পৌর এলাকায় যানবাহন অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। স্থানীয়রা জানান, দুপুরে সিহাব তার এক বন্ধুসহ মোটরসাইকেলে লক্ষ্মীপুর থেকে রায়পুর ফিরছিলেন। পথে রবিদাসের পুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ছাত্রলীগ নেতা সিহাবের মৃত্যু হয়।

পেছনে থাকা ছাত্রলীগ কর্মী শাওন গুরুতর আহত হন। এরপর উত্তেজিত এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে অগ্নিসংযোগ করে। চালক পালিয়ে যান। ছাত্রলীগ নেতা নিহতের প্রতিবাদে উত্তেজিত জনতা পৌর শহরের বাসষ্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সিএনজি , ট্রাক ও বাস, পিকআপ সহ ১০টি গাড়ি ভাংচুর করে।

পরিবহন শ্রমিক সমিতর সদস্যরা ভাংচুর করা গাড়ি দিয়ে রাস্তায় অবরোধ করে রাখে। এসময় থেমে থেমে ধাওয়া -পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হয় ১৫ জন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার ছাত্রলীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, উত্তেজিত নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা চলছে।

(আরএনকে/এসসি/এপ্রিল১২,২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test