E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত,আটক ৫

২০১৫ এপ্রিল ১৩ ১১:৩৫:০১
সিরাজগঞ্জে পুলিশের গুলিতে শিবিরকর্মী নিহত,আটক ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর থানা ভবন লক্ষ করে ককটেল নিক্ষেপ করার ঘটনায় পুলিশ-শিবিরের মধ্যে গোলাগুলি হয়েছে। এসময় এক ছাত্রাবাস থেকে ৬শিবির কর্মীকে আটক করেছে। এদের মধ্যে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আনিস (১৮) এক শিবির কর্মী মারা গেছেন। রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ধানবান্ধি শহররক্ষা বাঁধ এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ থানাকে লক্ষ করে ২টি ককটেল ছুড়ে পালিয়ে যায় শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া করে শিবির কর্মী আনিসকে আটক করে। পরে আনিস কে নিয়ে পুলিশ শহরের ধানবান্ধি নবদ্বীপুল এলাকায় অবস্থিত (সাবেক ভাই ভাই ফ্লাওয়ার মিলের মধ্যে) ছাত্রাবাসে অভিযান চালিয়ে বাড়ির মালিক ও ৪ শিবির কর্মিকে আটক করা হয়। এরা হলেন, ছাত্রাবাসের মালিক আব্দুল গফুরের ছেলে লিমন (২৮), রায়গঞ্জ উপজেলার ঘোষগাতি গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২৭),উল্লাপাড়া উপজেলার রাজাপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুল জব্বার (২৬), উল্লাপাড়া উপজেলার নওকোল গ্রামের লোকমান হোসেনের ছেলে কাওছার আলী(২৬) এবং সলঙ্গা থানার পাটধারী গ্রামের সাইদুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন(২৭)। এসময় পুলিশ ৩টি তাজা ককটেল উদ্ধার করে।
পরে রাত সাড়ে ১০টার দিকে আনিসকে নিয়ে স্থানীয় বিএল স্কুল এলাকায় একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে ফেরার সময় শিবির কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ করে গুলি ছোঁড়ে। এসময় পুলিশ ১৬ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। দু পক্ষের গোলাগুলিতে আনিস আহত হয়। পরে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.ফয়সাল আহমেদ জানান,রাত সোয়া ১২টার দিকে পুলিশ আনিসকে ভর্তি করে। এসময় তার ডান পায়ের-নীচেতে একাধিক থেঁতলানোর চিহ্ন পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে প্রচন্ড রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। তবে তাকে পুলিশ গুলি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তার শরীতে কোন গুলি পাওয়া যায়নি।
লিমন ছাত্রবাসের কেয়ার টেকার ফজল হোসেন জানান,প্রায় এক বছর ধরে এখানে ছাত্রাবাস দেয়া হয়েছে। কিন্তু এখানে শিবিরের আস্তানা এটা কেউ বুঝতে পারেনি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুল ইসলাম জানান, বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ফেরার সময় শিবির কর্মীরা পুলিশের উপর আক্রমণ করলে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়। তিনি আরো জানান,শিবির কর্মি আনিস শিবিরের আক্রমণেরই গুরুতর আহত হয়ে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। তার লাশ হাসপাতাল মর্গে রাখা আছে।
উল্লেখ্য,জামাত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় হওয়ার পর থেকে সিরাজগঞ্জে বিভিন্ন স্থানে শিবিরের আক্রমণ চলছে এরই ধারাবাহিতকতায় রবিবার সন্ধ্যায় সদর থানার দেয়ালে ককটেল বিস্ফারণ ঘটানোতে পুলিশ এ অভিযানে নামে।

(এসএস/পিবি/ এপ্রিল ১৩,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test