E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শাহজাদপুরে চলছে ব্যাপক প্রস্তুতি

২০১৫ এপ্রিল ১৩ ১৪:০৪:৩১
পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শাহজাদপুরে চলছে ব্যাপক প্রস্তুতি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : পহেলা বৈশাখ উপলক্ষে শাহজাদপুরে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আগামীকাল পহেলা বৈশাখ। এদিনটিতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান , রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো র‌্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচিত্র দেখানো হবে। এজন্য রবীন্দ্র কাছারি বাড়ি অডিটরিয়াম ছাড়াও হাই স্কুল মাঠে বিশাল প্যান্ডেল করা হয়েছে।

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ জানান, সরকারি পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে পহেলা বৈশাখ সকালে হাই স্কুল মাঠ হতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। এছাড়া সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের থানার ঘাট রুপপুরের বাড়িতে পান্তা ইলিশের আয়োজন করা হয়েছে।
বাসদ নেতা এ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান তাদের দলের পক্ষ থেকেও আজ পহেলা বৈশাখ উদ্যাপন ও পান্তা ভাতের আয়োজন করা হয়েছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী শওকত জানান, পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার থেকে রবীন্দ্র কাছারি বাড়ি অডিটরিয়ামে শুভাশীষ রায়ের স্বল্প দৈর্ঘ্য চলচিত্র “কাটুস কুটুস” প্রদর্শনী চলছে। তিনি জানান স্বল্প দৈর্ঘ্য চলচিত্র প্রদর্শনীর টিকিট বিক্রয় অর্থ থেকে সমাজে পিছিয়ে পড়া শিশুদের আর্থিক সহযোগীতা করা হবে।

(এআরপি/পিবি/ এপ্রিল ১৩,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test