E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায়  চেয়ারম্যান  প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

২০১৫ এপ্রিল ১৩ ১৫:০০:৩৪
কলাপাড়ায়  চেয়ারম্যান  প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে তিন ভাইসহ পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন আঃ সালাম আকন, আঃ মালেক আকন, আঃ লতিফ আকন, মো. খলিলুর রহমান ও মো. ইউসুফ হাওলাদার। রবিবার কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা  সৈয়দ আবু বকর সিদ্দিকের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া ইউপি সদস্যপদে ৪২ জন ও সংরক্ষিত মহিলা সদস্যপদে ১৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে দীর্ঘ ২৭ বছরের পুরনো কোমরপুর হাসানিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র বাতিল করে সুধীরপুর প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে নতুন ভোট কেন্দ্র করায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে সুধীরপুর ও কোমরপুর গ্রামের প্রায় আড়াই হাজার ভোটার। পরিত্যক্ত স্কুল ভবনে ভোট কেন্দ্র বাতিলের দাবিতে রবিবার শতশত ভোটার কোমরপুর হাসানিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
কোমরপুর গ্রামের সিদ্দুকুর রহমান বলেন, জনদাবি উপেক্ষা করে ২৭ বছরের পুরনো কোমরপুর গ্রামের ভোটকেন্দ্র বাতিল করে সুধীরপুর গ্রামে একটি পরিত্যক্ত ভবনে ভোট কেন্দ্র করা হয়েছে। অথচ ওই ভবনের দরজা-জানালা নেই। ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। ওই কেন্দ্রে ভোটগ্রহন হলে ভয়াবহ দুর্ঘটনাসহ ভোট ডাকাতির আশংকা করছেন।
একাধিক প্রার্থী জানান, সুধীরপুর ভোট কেন্দ্রটি খুবই ঝুঁকিপূর্ন। তারা এ ভোট কেন্দ্র বাতিলের দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিত অভিযোগ দিয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল কবির জানান, কেন এবং কি কারনে আগের ভোটকেন্দ্র বাতিল করে পরিত্যক্ত ভবনে নতুন কেন্দ্র করা হয়েছে তা আগামী ১৫ এপ্রিলের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামী ৯ মে মহিপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

(এমআর/পিবি/ এপ্রিল ১৩,২০১৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test