E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তাগাছায় হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে ১২ ছাত্রী হাসপাতালে

২০১৫ এপ্রিল ১৩ ১৮:৩৫:১৬
মুক্তাগাছায় হিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে ১২ ছাত্রী হাসপাতালে

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় হিস্টিরিয়া রোগে আক্রান্ত  ল্যাংড়া বাজার আলিম মাদ্রাসার ১২ জন ছাত্রীকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আজ সোমবার সকালে ম্রাদ্রাসায় অবস্থানকালে তারা এরোগে আক্রান্ত হয়ে পড়েন । আত্রান্তরা ৬ষ্ঠ ও ১০ শ্রেনীর ছাত্রী ।

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স নুরুন্নাহার ও সেলিনা বেগম জানান, আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি সুমাইয়া (১৮), জেসমিন(১৪), সখিনা (১৩), রুমা (১৫), ইয়াসমিন (১৩),রেবেকা (১৫), শারমিন (১৩), তাসলিমা (১৩), আকলিমা (১৩), আকলিমা (১৪), রোখসানা (১৪) ও মিতুকে (১৫) চিকিৎসা দেয়া হচ্ছে ।

আক্রান্তরা ২ ঘন্টা অন্তর অন্তর অসুস্থ হয়ে পড়ছেন । সুস্থ হয়ে আবোল তাবোল বকছেন । আত্রান্তরা জানান , তাদের মাথাব্যাথা , গলাব্যাথা , বুক ব্যাথা করছে এবং প্রচন্ড ভয় লাগছে ।আক্রান্ত সবাই রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমীন জানান, এর আগে বৃহস্পতিবার ৬ জন ছাত্রী এরোগে অসুস্থ হয়ে পড়লে, প্রাথমিক চিকিৎসায় আরোগ্য হয়ে উঠেন ।

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ জানান, হিস্টিরিয়া এটি একটি মানসিক রোগ ।

(এমডি/এএস/এপ্রিল ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test