E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শাহজাদপুরে কাটুস কুটুস এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত

২০১৫ এপ্রিল ১৪ ১৪:০৩:৪০
শাহজাদপুরে কাটুস কুটুস এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি : শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে প্রদর্শিত হলো শুভাশীষ রায় এর চলচ্চিত্র ‘কাটুস কুটুস’ এর বিশেষ প্রদর্শনী। সোমবার বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় দুটি প্রদর্শনের মধ্য দিয়ে ‘কাটুস কুটুস’ এর প্রদর্শন যাত্রা শুরু করা হয়।

শাহজাদপুরের সম্মিলিত সাংস্কৃতিক জোট এই প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনী শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ। অনাণ্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘কাটুস কুটুস’ এর পরিচালক শুভাশীষ রায়, অভিনেতা মনোজ কুমার, শাহজাদপুর সম্মিলিত সাংষ্কৃতিক জোটের সাধারন সম্পাদক কাজী শওকত, সাবেক সাধারন সম্পাদক মোঃ কোরবান আলী প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শাহজাদপুরে প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত করায় আয়োজক নির্মাতা প্রতিষ্ঠান ও আগত অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। রবীন্দ্র স্মৃতি ধন্য শাহজাদপুর রবীন্দ্রকাছারি বাড়িতে প্রদর্শনী আয়োজন করায় শাহজাদপুরের সাংষ্কৃতিক সংগঠনগুলো উৎসাহিত হবে।
মনোজ কুমার বলেন,‘শাহজাদপুরে কাটুস কুটুস এর বিশেষ প্রদর্শনী করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি দর্শকরা আনন্দ পেয়েছেন। আমরা সারা দেশেই সিনেমাটির প্রদর্র্শনী করতে চাই।’
চলচ্চিত্রটির পরিচালক শুভাশীষ রায় বলেন, ‘কাটুস কুটুস সিনেমাটি নির্মাণ করতে আমরা শতভাগ ভালোবাসা ও পরিশ্রম দিয়েছি। এখন দেশব্যাপি প্রদর্শনের মধ্য দিয়ে দর্শকদের দোড় গোড়ায় পৌঁছাতে চাই।’
একমাত্রা এন্টারপ্রেনার্স প্রযোজিত শুভাশীষ রায় এর কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন কাজী শুসমিন আফসানা। চিত্রগ্রহণ করেছেন ঋজু দাস, সম্পাদনা সামির আহমেদ, শব্দ ও আবহ সংগীত করেছেন যথাক্রমে রিপন নাথ ও রাশিদ শরীফ শোয়েব।
চলচ্চিত্রটির মূল দুটি চরিত্র ‘সকাল’ ও ‘শর্মি’ চরিত্রে অভিনয় করেছেন মনোজ কুমার ও পিয়া বিপাশা। অনান্য চরিত্রে অভিনয় করেছেন এরফান মৃধা, ফারুক আহমেদসহ অন্যরা।
পহেলা বৈশাখ মঙ্গলবার সন্ধ্যায় স্বল্পদৈর্ঘ্য এই কাটুস কুটুস চলচিত্রটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন, কুষ্টিয়া ও ঝিনাইদহে জেলা শিল্পকলা মিলনায়তন, বগুড়ায় টিটু মিলনায়তন, সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মিলনায়তন এবং রংপুর টাউন হলে প্রদর্শিত হবে। ছয়টি স্থানে প্রদর্শিতর পর দেশের অন্যান্য স্থানেও চলচ্চিত্রটি প্রদর্শন করা হবে।
উল্লেখ্য এর আগে গত রবিবার চলচ্চিত্রটির প্রিমিয়ার ও প্রেস শো বাংলাদেশ জাতীয় জাদুঘর এর প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

(এসএস/পিবি/ এপ্রিল ১৪,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test