E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় জেলা দলের ক্রিকেটার রোচি নিহত

২০১৫ এপ্রিল ১৫ ১৩:৫৫:০৩
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় জেলা দলের ক্রিকেটার রোচি নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মটর সাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংর্ঘষে জেলা দলের ক্রিকেটার খান মাহরুল ইসলাম রোচি (১৭) নিহত ও অপর এক ক্রিকেটারসহ দু’জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার রাতে বাগেরহাট-খুলনা মহাসড়কের শহরতলীর পুলিশ লাইন সংলগ্ন খানকা শরীফ এলাকায় এদূর্ঘটনা ঘটে। বুধবার সকালে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চত্তরে ক্রিকেটার রোচির প্রথম নামাজে জানাজায় বিভিন্ন শ্রেনী-পেশার হাজার হাজার শোকার্ত মানুষ অংশ নেয়। জানাজার শুরুতে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি ও নিহতের চাচা সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবর রহমান যখন না ফেরার দেশে চলে যাওয়া সম্ভাবনাময় ক্রিকেটার রোচির জন্য সকলের কাছে দোয়া চান তখন কেউই চোঁখের অশ্রু ধরে রাখতে পারেনি। দুপুরে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে বাগেরহাট শহরের নাগেরবাজারে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নিহত ক্রিকেটার রোচি বাগেরহাট আন্তজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বাগেহরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর খান মনির হোসেন ছেলে। রোচি বাগেরহাট জেলা ক্রিকেট দলের বয়স ভিত্তিক দলের খেলোয়াড় ও গত বছর সে বাগেরহাট জেলা অনূর্ধ ১৬ ক্রিকেট দলের নিয়মিত খেলোয়াড় ছিল। এবছর সে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে এসএসসি পরীক্ষায় দেয়। দুর্ঘটনায় অপর গুরুতর আহতদের মধ্যে রয়েছে বাগেরহাট জেলা অনূর্ধ ১৬ ক্রিকেট দলের খেলোয়াড় জিয়াউর রহমান প্রিন্স (১৬) ও বাগেরহাট সরকারী পিসি কলেজের ১ম বর্ষের ছাত্র সরদার শাহরিয়ার নাজিম জয় (১৭)।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দু’ক্রিকেটার রোচি ও প্রিন্স তাদের অপর বন্ধু জয়কে নিয়ে একটি মটর সাইকেল যোগে হযরত খানজাহানের (রহ:) মাজার এলাকা থেকে শহরে ফিরছিলো। প্রতিমধ্যে শহরতলীর বাগেরহাট-খুলনা মহাসড়কের পুলিশ লাইনের কাছে খানকা শরীফ এলাকায় যাত্রীবাহি বাসের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। পরে তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করার পর মূমুর্ষ অবস্থায় ক্রিকেটার রোচিকে দ্রুত খুলনায় নেবার পথে সে মারা যায়। গুরুতর আহত অপর ক্রিকেটার জিয়াউর রহমান প্রিন্স খুলনা পলিটেকনিক্যাল কলেজের ১ম বর্ষের ছাত্র ও বাগেরহাট শহরের এ্যাডভোকেট মনোয়ার হোসেনের ছেলে। অপর আহত সরদার শাহরিয়ার নাজিম জয় বাগেরহাট পৌর সভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া খাতুন ও ব্যাবসায়ী সরদার আবু সাইদের ছেলে। গুরুতর আহত এদু’জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাগেরহাট জেলা দলের ক্রিকেটার খান মাহরুল ইসলাম রোচি মর্ম্মাান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন, মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, জেলা পরিষদের প্রশাসক শেখ কামরুজ্জামান টুকু, পৌর মেয়র ও জেলা ক্রিড়া সংস্থার ক্রিকেট কমিটির সভাপতি খান হাবিবুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদসহ নেতৃবৃন্দ।

(একে/পিবি/ এপ্রিল ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test