E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

২০১৫ এপ্রিল ১৫ ১৫:৩৩:৪৮
গৌরীপুরে ব্যাপক আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : বাঙালির অন্যতম বৃহত সামাজিক ও সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। ময়মনসিংহের গৌরীপুরে পহেলা বৈশাখ ১৪২২-এর বর্ষবরণ অনুষ্ঠানমালা নানা আয়োজনে সর্বস্তরের মানুষের এক মিলন মেলায় পরিণত হবে।

এবারও গৌরীপুরের উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে পহেলা বৈশাখের নান অনুষ্ঠান মালার।
উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের সমন্বয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ ভোজন, উপজেলা পরিষদ চত্বরের আমতলায় বর্ষবিদায়, সূর্যোদয়ের সাথে সাথে মুক্তমঞ্চে বর্ষবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন(অব) মজিবুর রহমান ফকির এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দূর-রে শাহওয়াজ।
গৌরীপুরের সর্ববৃহত সামাজিক সংগঠন ‘বাংলা মঞ্চে’র উদ্যোগে সকল সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বঙ্গবন্ধু চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ও নাটক ‘কঞ্জুষ’ মঞ্চস্থ হবে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডাঃ ক্যাপ্টেন(অব) মজিবুর রহমান ফকির এমপি। বক্তব্য রাখেন ‘বাংলা মঞ্চে’র আহ্বায়ক কবি হান্নান কল্লোল, প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান ও সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, প্রস্তুতি পরিষদের আহ্বায়ক ও গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম খায়রুল বাশার, বাংলা মঞ্চের সদস্য সচিব এমন সরকার রূপম। চাঁদের হাট, অগ্রদূত নিকেতন বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজ, অল দ্যা বেস্ট ক্লাব, বাহাদুরপুর বাজার সমিতি, স্মার্ট ভ্যালু স্কুল এন্ড কোচিং সেন্টার, স্বজন সমাবেশ বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়া শ্যামগঞ্জে তিনদিন ব্যাপি পহেলা বৈশাখের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা।
সকল অনুষ্ঠানেই ঐতিহ্যবাহী বাঙালি খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক আয়োজন ছিলো।

(এসআইএম/পিবি/ এপ্রিল ১৫,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test