E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে পাওনা টাকা ফেরত চাইলে মারধরের অভিযোগ

২০১৫ এপ্রিল ১৫ ১৫:৪৩:০৬
রায়পুরে পাওনা টাকা ফেরত চাইলে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে আবদুর রহিমকে জমি ক্রয় করে দিবে বলে টাকা নিয়ে প্রত্যারণা করেন দুর সম্পর্কের দাদা আবদুল মন্নান। ওই টাকা ফেরত চাইলে আব্দুর রহিমের ওপর হামলা করে বেধম মারধর করার অভিযোগ পাওয়া গেছে দুর সম্পর্কের দাদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরবংশী ইউনিয়নের মদিনা বাজার এলাকায়। এঘটনায়  মঙ্গলবার বিকালে রায়পুর থানায় আবদুল মন্নানসহ ২ জনের নাম উল্লেখ করে ৪-৫ জন অজ্ঞাতকে আসামী করে একটি এজাহার দায়ের করেন আবদুর রহিম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরবংশী ইউনিয়নের ঢালী বাড়ীর মৃত লুৎফুর রহমানের ছেলে আবদুর রহিমকে ৫ শতাংশ জমি ক্রয় করে দেওয়ার কথা হয় একই এলাকার দূর সম্পকের দাদা আবদুল মন্নানের সাথে। পরে রহিম বিদেশ থেকে মন্নানের ব্যাংক একাউন্টে জমি ক্রয় করার জন্য ৩ লাখ টাকা পাঠান। কিন্তু তার নামে কোন জমি ক্রয় না করে টাকা আত্মসাথের প্রত্যারনা করার চেষ্টা করেন মন্নান। ২-৩ বছর পর রহিম বিদেশ থেকে দেশে আসলে ওই জমি রেজিষ্ট্রি খরচসহ হাওলাত স্বরুপ আরও ১ লাখ ১০ হাজার টাকা নেয়। কিন্তু কয়েক মাস পার হলেও জমি ক্রয় বা রেজিষ্ট্রি না করে তাল বাহানা করেন মন্নান এবং টাকা ফেরৎ নিয়ে স্থানীয় ভাবে কয়েক বার বৈঠকও বসে। এতেও কোন সুফল আসেনি। সর্বশেষ গত রবিবার দুপুরে স্থানীয় মদিনা বাজারের মোস্তফার ঔষধের দোকানের সামনে রহিম ওই পাওনা টাকা ফেরৎ চাইলে মন্নানসহ ৫-৬জন মিলে রহিমকে এলোপাতাড়ী বেধম মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করে। এতে মাথাসহ শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন রয়েছে।
যোগাযোগ করা হলে অভিযুক্ত আবদুল মন্নান টাকা নেওয়া ও মারধরের ঘটনাটি অস্বীকার করেন।
রায়পুর থানার ওসি মনজুরুল হক আখন্দ বলেন, আবদুর রহিমের এজাহারটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(এমআরএস/পিবি/ এপ্রিল ১৫,২০১৫)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test