E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নলডাঙ্গায় গাঁজা চাষ করায় বাবা ও ছেলের কারাদন্ড

২০১৫ এপ্রিল ১৬ ১৯:৩৯:৫৩
নলডাঙ্গায় গাঁজা চাষ করায় বাবা ও ছেলের কারাদন্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় গাঁজা চাষ করার অভিযোগে বাবা জালাল উদ্দিন (৬৫) ও ছেলে মুক্তার হোসেনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার র‌্যাব-৫এর একটি দল গাঁজা গাছ সহ বাবা ও ছেলেকে আটক করে। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা নিবাহী অফিসার শারমিন আকতার জাহান তাদের এই কারাদন্ড প্রদান করেন।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল বৃহস্পতিবার বিকেলে নলডাঙ্গা উপজেলার পার বিষা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে ওই গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে জালাল উদ্দিনের বাড়িতে চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করে। এসময় জালাল উদ্দিন ও তার ছেলে মুক্তার হোসেনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক শারমিন আকতার জাহান গাঁজা চাষ করার দায়ে বাবা জালাল উদ্দিনকে ২ বছর এবং তার ছেলে মুক্তার হোসেনকে এক বছর কারাদন্ড প্রদান করেন। র‌্যাবের এএসপি জামাল আল নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(এমআর/পি/এপ্রিল ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test