E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নলডাঙ্গায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

২০১৫ এপ্রিল ১৭ ১৬:০৫:৪৭
নলডাঙ্গায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

নাটোর প্রতিনিধি : শোভাযাত্রা, আলোচনাসভা, শিশুদের রচনা প্রতিযোগীতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের নলডাঙ্গায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে নলডাঙ্গা উপজেলা প্রশসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় হাইস্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ। পরে এক আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নলডাঙ্গা থানার ওসি নাসির উদ্দিন মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন খান, কৃষকলীগ সভাপতি শেখ আলমঙ্গীর হোসেন, নলডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মামুনুর রশীদ, বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, নলডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। শেষে দিবসটির প্রতিপাদ্য নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অন্যদিকে, একই সময়ে নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসের সুচনা করা হয়। পরে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।

(এমআর/এএস/এপ্রিল ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test