E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তাড়াশের মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আর নেই

২০১৫ এপ্রিল ১৮ ১৬:৩২:৫৯
তাড়াশের মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন আর নেই

তাড়াশ প্রতিনিধি  : তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামের বিশিষ্ঠ সমাজ সেবক ও বারুহাস ইউনিয়নের ৪বার নির্বাচিত বারুহাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আমজাদ হোসেন সরকার ভাসানী (৭৪) আর নেই।

গত শুক্রবার রাতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ঢাকাস্থ ইবনেসিনা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাহিল্লাহী..........রাজীউন)। শনিবার বাদ জোহর তাড়াশ হেলিপ্যাড মাঠে রাষ্ট্রীয় মর্যাদার পর জানাযা নামাজ শেষে ভাদাস কবরস্থানে দাফন করা হয়েছে। মৃতকালে স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার নামাজে জানাযায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হক, তাড়াশ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদে কমান্ডার গাজী আরশেদুল ইসলাম, ডেপুটি কমান্ডার গাজী সাইদুর রহমান সাজু, সাবেক কমান্ডার গাজী আব্দুস সোবাহান, বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তা, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম মামুন হুসাইন। মরহুমে বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন সিরাজগঞ্জ-৩ তাড়াশ রায়গঞ্জ ও সলংগা আসনের সাংসদ আলহাজ, গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, বিনসাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঈনুল হক, সাবেক সভাপতি কামরুজ্জামান রাজা চৌধুরী, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মির্জা ফারুক আহমেদ প্রমুখ। তাড়াশ হেলিপ্যাড মাঠে সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে চৌকোস একদল পুলিশ মরহুমকে গাড অপ অর্নার প্রদান করেন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

(এমআর/পিবি/ এপ্রিল ১৮,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test