E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যৌতুকের দাবিতে নওগাঁয় গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন

২০১৫ এপ্রিল ১৮ ১৮:১১:০৫
যৌতুকের দাবিতে নওগাঁয় গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় মাহমুদা বিবি (২৮) নামে এক গৃহবধূ যৌতুক দিতে না পারায় বর্বরোচিত নির্যাতনের শিকার হয়েছেন। তাকে হাত-পা বেঁধে মারপিটসহ জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিয়ে তার ওপর অমানষিক নির্যাতন চালিয়েছে পাষন্ড স্বামী জালাল হোসেন।

গুরুতর জখম অবস্থায় শুক্রবার দিনগত রাত ১০টার দিকে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলার শিশইল গ্রামে স্বামীর বাড়িতে শুক্রবার সন্ধ্যায় তিনি এ অমানুষিক নির্যাতনের শিকার হন। নির্যাতিতা মাহমুদা উপজেলার বৈলশিং গ্রামের খলিলুর রহমানের কন্যা।

চিকিৎসাধীন মাহমুদা জানান, ২০০৪ সালে ৩০ সেপ্টেম্বর শিশইল গ্রামের কবির পেয়াদার ছেলে জালাল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়েতে তার বাবা ১ লাখ ১০ হাজার টাকা যৌতুক দিয়েছিলেন। কিন্তু বিয়ের কয়েক বছর পর থেকে স্বামী জালাল হোসেন যৌতুকের জন্য আবারো তার ওপর চাপ সৃষ্টি করে। কয়েকবার নির্যাতনেরও শিকার হন তিনি। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হয়। স্বামী জালাল মাদকাসক্ত বলেও মাহমুদা জানান।

শুক্রবার সন্ধ্যায় নেশা করে বাড়ি ফিরে স্বামী জালাল হোসেন বাবার বাড়ি থেকে আরো ১০ হাজার টাকা যৌতুক আনার জন্য তার ওপর চাপ সৃষ্টি করে। মাহমুদা রাজি না হওয়ায় দড়ি দিয়ে হাত-পা বেঁধে তাকে লাঠি দিয়ে পিটিয়ে নির্যাতন চালায়। এক পর্যায়ে জ্বলন্ত সিগারেট দিয়ে তার উরুসহ শরীরের বিভিন্নস্থানে ছ্যাঁকা দেয়। রাতে তাকে হত্যার হুমকি দিয়ে হাত-পা বেঁধে ফেলে রেখে স্বামী জালাল বাড়ি থেকে বেরিয়ে যায়। এসময় কৌশলে বাড়ি থেকে পালিয়ে মাহমুদা গ্রামে তার চাচা শহিদুল ইসলাম ভুট্টোর বাড়িতে আশ্রয় নেন। গুরুতর জখম অবস্থায় রাত ১০টার দিকে তাকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আফরিন ও মাহবুবা আক্তার গৃহবধূ মাহমুদার ওপর নির্যাতনের বিষয় নিশ্চিত করেন। মাহমুদার উরুসহ বিভিন্নস্থানে আগুনের ছ্যাঁকা দেয়া হয়েছে বলেও জানান তারা। অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলী জানান, মাতাল অবস্থায় ঘরে ফিরে জালাল হোসেন তার স্ত্রীর ওপর প্রায়ই অমানুষিক নির্যাতন করে। এনিয়ে একাধিকবার দেন-দরবারও করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, গৃহবধূর শরীরে নির্যাতনের চিহ্ন তিনি দেখেছেন। অভিযোগ পেলেই তিনি ব্যবস্থা নেবেন বলে জানান।

(বিএম/এএস/এপ্রিল ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test