E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

শিশুর পেটে কলম!

২০১৫ এপ্রিল ১৯ ২১:২১:৩৬
শিশুর পেটে কলম!

নাটোর প্রতিনিধি:নাটোরের বাগাতিপাড়ায় মেহেদী হাসান (১৩) নামে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক শিশুর পেট থেকে একটি কলম বের হয়েছে। সেই কলম দিয়ে আবার লেখাও যাচ্ছে। এমনই এক খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উৎসুক জনতা শিশুটিসহ ওই কলমটি দেখতে শিশুর বাড়িতে ভির করছে। মেহেদী হাসান বাগাতিপাড়া উপজেলার ডুমরাই গ্রামের হায়দার আলীর ছেলে এবং মাধববাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী সুত্রে জানাযায়,বাগাতিপাড়া উপজেলার ডুমরাই গ্রামের হায়দার আলীর ছেলে ও মাধববাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মেহেদী হাসান প্রায় দেড় বছর আগে কৃমির কারনে চুলকাতে গিয়ে পায়ু পথে কলমটি ঢুকিয়ে ফেলে। কিন্তু লজ্জায় মেহেদী ঘটনাটি কাউকে না জানিয়ে গোপন রাখে।

মেহেদীর ফুফু তহমিনা খাতুন জানান, ওই ঘটনার পর থেকে মেহেদী পেটে অনুভব করতো। চলা ফেরা করার সময় তার প্রচন্ড ব্যথা হতো। ব্যাথার কারনে সে বাঁকা হয়ে চলাচল করতো। বিষয়টি নিয়ে চিকিৎসকদের সাথে একাধিকবার পরামর্শ করলে ব্যথা নাশক ঔষুধ সেবনের পরামর্শ দেয় তারা। তবে ডাক্তর আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দিলেও তা পরিবার থেকে করানো হয়নি। এঅবস্থায় তিন মাস আগে নাভীর পাশে ঘা নিয়ে নাটোরের দিঘাপতিয়া এলাকার সাইফুল ইসলাম নামে এক হোমিও চিকিৎসকের নিকট যাওয়া হয়। এরপর থেকেই মেহেদী তার চিকিৎসা নিয়ে আসছিল। রোববার সকালে মেহেদীর নাভীর পাশের ওই ঘা দিয়ে শীষ কলমের মাথা বেরিয়ে আসে। এবস্থায় কলমটিকে টেনে বের করে আনা হয়। ওই শীষ কলম দিয়ে লেখা যাচ্ছে। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মেহেদীর বাড়িতে ভির করে।
দির্ঘদিন শরীরের ভিতর কলমটি কিভাবে ছিল এবিসয়ে জানতে চাইলে নাটোর আধুনিক হাসপাতালের সার্জারী বিশেষজ্ঞ দীলিপ কুমার পোর্দ্দার জানান, এমন ঘটনা ঘটতে পারে। পেটের কোন অংশে কলমটি আটকে থাকতে পারে এবং নড়াচড়া করার সময় কলমের নিবের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়ে ওই অংশ দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। তবে শিশুটিকে জরুরী ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

(এমআর/এসসি/এপ্রিল১৯,২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test