E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত হচ্ছে

২০১৪ মে ১৪ ১৩:০৯:০০
বান্দরবানে শান্তিপূর্ণ ভাবে হরতাল পালিত হচ্ছে

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে। হরতাল চলাকালে বান্দরবানে কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

নাশকতা এড়াতে বান্দরবান শহরসহ আশপাশের এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে হরতাল চলাকালে সকাল থেকে জামায়াতের কোন নেতাকর্মীদেরকে পিকেটিং বা মিছিল করতে রাজপথে দেখা যায়নি। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান গুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামছুল ইসলামসহ ২১ নেতাকর্মীকে আটকের প্রতিবাদে বুধবার বৃহত্তর চট্টগ্রাম,কক্সবাজার ও বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় এ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।

এদিকে বান্দরবানের অভ্যন্তরিন সড়কগুলোতে সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও জেলা শহরে থেকে দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। এছাড়াও হরতালের কারণে বান্দরবান-চট্টগ্রাম ও বান্দরবান-কক্সবাজার এবং বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহম্মেদ জানান, হরতালে এখনো পর্যন্ত বান্দরবানে কোথাও নাশকতার খবর পাওয়া যায়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবান শহরসহ আশপাশের এলাকাগুলোতে পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

(এএফবি/জেএ/মে ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test