E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলায় ভূমি অফিসে রহস্যজনক আগুন

২০১৫ এপ্রিল ২০ ১২:৫৫:১৮
মংলায় ভূমি অফিসে রহস্যজনক আগুন

মংলা প্রতিনিধি : মংলার ভূমি অফিসের বিদ্যুৎ সংযোগহীন রেকর্ড় রুমে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে মূল্যবান কাগজপত্রাদি ও আসবাবপত্র।

মংলা ফায়ার ষ্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে আগুন লাগে উপজেলা প্রশাসনের সীমান প্রাচীরের মধ্যে অবস্থিত ভূমি অফিসের রেকর্ড রুমে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসতে আসতেই ততক্ষনে পুড়ে যায় রেকর্ড রুমে থাকা অধিকাংশ গুরুত্বপূর্ণ কাগজপত্র। প্রায় আধ ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের সদস্যরা। ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, যে রুমে আগুন লেগেছে সেই রুমে অনেক আগ থেকেই কোন বিদ্যুৎ সংযোগ ছিলা না, তাই কিভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। খুলনা থেকে উর্ধ্বতন কর্মকর্তারা আসার পর তদন্ত শেষ বলা যাবে কিভাবে আগুন লেগেছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মাদকসেবীদের ফেলা বিড়ি সিগারেটের আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে ভূমি অফিসের গুরুত্বর্পূর্ণ কাগজপত্র রাখার ঘরে বিদ্যুৎ সংযোগ না থাকার বিষয়টি নিছক রহস্যজনক বলে দাবী করছেন স্থানীয়রা। এছাড়া উপজেলা প্রশাসনের প্রশাসনিক ও আবাসিক এলাকায় মাদকসেবীদের আড্ডা থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে এমন বক্তব্যের বিষয়েও শহর জুড়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। আগুন লাগার পর নিভানো সময় পর্যন্ত দীর্ঘ সময় ধরে উপজেলা প্রসাশন ও পরিষদের পদস্থ কর্মকর্তাদের উপস্থিতি না থাকায় জনমনেও নানা প্রশ্নেরও সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন মংলা থানার অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনসহ অন্যান্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা বলেন, দুর্বৃত্তদের দেয়া আগুনে এ ঘটনা ঘটেছে বলে তারা মনে করেন।

(এইচএস/পিবি/ এপ্রিল ২০,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test