E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

২০১৫ এপ্রিল ২০ ১৭:৫০:৫১
নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

নওগাঁ প্রতিনিধি : সোমবার বেলা ১১টায় বিজিবি নওগাঁ ৪৩ বর্ডার গার্ড ব্যটালিয়নের অধীনে ২০১/১১ এস সীমান্ত পিলারের কাছে ভারতের অভ্যন্তরে ১১৪ বিএসএফ মুচিয়া ক্যাম্প প্রাঙ্গনে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. জাহিদ হাসান পিবিজিএ, জি+ ও ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ ১১৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী একে এক্কা। বৈঠকে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অস্ত্র পাচার রোধ, ফেন্সিডিল ও নেশাজাত ইনজেকশনসহ সকল মাদকদ্রব্য পাচার বন্ধ, উভয় দেশের স্পর্শকাতর সীমান্ত এলাকা চিহিৃতকরণ এবং দিনে-রাতে যৌথ সমন্বিত টহল জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া বিএসএফের গোল্ডেন জুবলী-২০১৪ উপলক্ষে বিজিবি- বিএসএফ একটি বিশেষ প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আলোচনায় স্থান পায়। পতাকা বৈঠক শেষে সেখানে বিজিবি-বিএসএফ সদস্যরা একটি প্রীতি ভলিবল ম্যাচে অংশ নেয়। এজাতীয় পতাকা বৈঠক উভয় দেশের সীমান্তরক্ষীদের মাঝে সৌহার্দ ও ভ্রাতৃত্ববোধ আরো সুদৃঢ় করবে বলে বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার জানিয়েছেন।

(বিএম/এএস/এপ্রিল ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test