E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

২০১৫ এপ্রিল ২০ ১৭:৫৩:২৩
নওগাঁয় ঝড় ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় তৃতীয় দফায় আবারো কাল বৈশাখী ঝড় ও ব্যাপক শিলা বৃষ্টিতে নিয়ামতপুর ও মান্দা উপজেলাসহ জেলার বিস্তৃর্ণ এলাকার ঘর-বাড়ি, গাছ-পালা ও ফসলসহ ব্যাপক ক্ষতি হয়েছে।

এ সময় ছোট-বড় শিলার আঘাতে অসংখ্য ঘর-বাড়ির টিনের চালা ছিদ্র হয়ে ঝাঁঝড়া হয়ে গেছে। অনেকের টিনের চালা উড়ে গেছে। এতে করে ওইসব এলাকার মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের এক হিসাবে ওই দুই উপজেলায় শুধু ফসলের ক্ষতি হয়েছে প্রায় ৩০ কোটি টাকার।

শনিবার বিকেল থেকে পশ্চিম কোন থেকে এই ঝড় শুরু হয়। রাত দশটার দিকে এর মাত্রা আরো বেড়ে যায়। এসময় অঝোর ধারায় শিলা বৃষ্টি হতে শুরু করে। প্রায ১৫ মিনিট ধরে এই শিলা বৃষ্টিতে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর, ভাবিচা, নিয়ামতপুর সদর ও চন্দননগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ঘরবাড়ির টিনের চালা ছিদ্র হয়ে যায়। এসময় উঠতি বোরো ধান, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়। ভাবিচা গ্রামের নজরুল ইসমলাম জানান, আমার জীবনে এধরনের শিলা-বৃষ্টি কখনো দেখিনি। শিলা বৃষ্টিতে এলাকার মাঠের পর মাঠ বোরো ফসলে ক্ষতি হয়েছে। একই এলাকার রেজাউল ইসলাম জানান, আমার টিনের চালা খৈ ঝাড়া ঝাঁঝড়ের মতো ফুটো হয়ে গেছে। টিন গুলো কোন কাজেই আসবে না। ওই উপজেলার কৃষি সম্প্রসারন কর্মকর্তা কাওছার জাহান মিশু জানান, দীর্ঘক্ষন শিলা বৃষ্টির কারণে শুধু ফসলের ক্ষতি হয়েছে প্রায় ২০ কোটি টাকা।

এদিকে একই ভাবে মান্দা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ও শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চালা উড়ে গেছে। সেই সঙ্গে অসংখ্য ঘর-বাড়ি বিধস্ত হয়েছে। মাঠের পাকা বোরো ধান ঝরে পড়েছে। বিধস্থ হয়েছে ভূট্টা ক্ষেত। ওই উপজেলার কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক জানান, ক্ষয়-ক্ষতির পরিমান এখনো নিরুপণ করা হয়নি। তবে উপজেলার ৮০ হেক্টর ভুট্টার ক্ষেত নষ্ট হয়ে গেছে।

(বিএম/এএস/এপ্রিল ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test