E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ সীমান্তে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

২০১৫ এপ্রিল ২০ ১৮:১৭:০১
নওগাঁ সীমান্তে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : বিজিবি নওগাঁ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিশেষ টহল দল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে। আটক ফেন্সিডিল গুলোর মূল্য ৩ লাখ ৮ হাজার টাকা বলে বিজিবি জানিয়েছে।

জানা গেছে, রবিবার দিনগত রাত ৯ টায় ধামইরহাট উপজেলার জোতওসমান এলাকার বস্তাবর বিওপির ১৪ ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. জাকির হোসেনের নেতৃত্বে টহলদল ২০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।

আটককৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৮১ হাজার ৬শ’ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বর্ণিত ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।

অপরদিকে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির সুবেদার বাসেদের নেতৃত্বে বিজিবির বিশেষ টহলদল সীমান্তের লাজলা মাঠ এলাকা থেকে ৫৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ৪৩ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল জাহিদ হাসান পিবিজিএম, জি+ বিষয়টি নিশ্চিত করেছেন।

(বিএম/এএস/এপ্রিল ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test