E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে ভেজাল মশলার কারখানার সন্ধান, আটক ১

২০১৫ এপ্রিল ২০ ১৮:৪৬:৪৪
কিশোরগঞ্জে ভেজাল মশলার কারখানার সন্ধান, আটক ১

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে ভেজাল মশলা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব। সোমবার দুপুরে শহরের সতাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল মসলা ও ভেজাল তৈরির উপকরণ জব্দ করে।

এ সময় কারখানাটির মালিককে হাতে নাতে আটক করা হয়।

র‌্যাব জানায়, বেশ কিছুদিন ধরে কারখানাটিতে ভেজাল মশলা তৈরি করা হচ্ছিল। এ খবরের ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে অভিযানে নামে র‌্যাব। অভিযানে সাতশ কেজি হলুদ, মরিচ, ধনিয়ার ভেজাল মিশ্রিত গুড়া এবং ধানের কুড়া ও তুষ জব্দ করা হয়। ধানের কুড়া মিশিয়ে ভেজাল মশলা তৈরি করা হতো বলে র‌্যাব জানায়। পরে ভেজাল মশলাগুলো খাদে ফেলে ধ্বংস করা হয়।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান কারখানাটির মালিক আবুল কাশেমকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

(পিকেএস/এএস/এপ্রিল ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test