E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৫ এপ্রিল ২১ ১৫:৫৯:৩১
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী-পাবনা মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বউ ও শাশুড়িসহ ৩ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মহাসড়কের আটমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঈশ্বরদী শহরের ফতেহমোহাম্মদপুর এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী রহিমা খাতুন (৫৫) তার ছেলে মনির হোসেনর স্ত্রী ডলি খাতুন (২৮) এবং ঈশ্বরদী রূপপুরের নলগাড়ি এলাকার জনৈক মোজাহার আলীর ছেলে অটোরিকশাচালক আবুল কালাম(৩৬)।

আহতরা হলো ফতেমোহাম্মদপুর এলাকার শফিউল্লা মিস্ত্রির ছেলে হান্নান (৪০), পাবনা সদর থানার রেজাউলের মেয়ে রিয়া (১৩), লালপুর টিটিয়া মাজগ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আব্দুল বারেক ( ৬০) ও চাটমহোর রেলবাজার এলাকার মৃত সফুর আলীর ছেলে আনসার আলী (৭০)। আহতদের আশংকজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, সকাল পৌনে দশটায় উল্লেখিত স্থানে পাবনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সদস্যরা মহাসড়কে দাঁড়িয়ে ঈশ্বরদী থেকে পাবনা অভিমুখে যাওয়া অনিক পরিবহনের একটি যাত্রী বাহী বাস ও একটি সিএনজি তল্লাশি করতে থাকে। এমন সময় ঈশ্বরদী থেকে শাহজাদপুর অভিমূখি সোনার বাংলা পরিবহনের আরও একটি যাত্রীবাহী বাসকে তারা থামার জন্য সিগন্যাল দেয়। দ্রুত গতিতে আসা বাসটি থামতে গিয়ে বিপরীত দিকে থেমে থাকা সিএনজিকে পেছন থেকে সজোড়ে থাক্কা মারলে এ দুঘর্টনা ঘটে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে প্রায় দেড় ঘন্টা রাস্তা অবরোধ করে। এ সময় দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ, হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিস দলের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়। উত্তেজিত জনতার আক্রোশে পড়ে যানবাহন তল্লাশীতে অংশ গ্রহণকারী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা সদস্যরা পালিয়ে আত্বরক্ষা করে। উত্তেজিত জনতা এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাদের সিগন্যাল লাইট ও মোবাইল ফোন এবং অফিস সহকারী আলামিনকে ছিনিয়ে নিয়ে যায়। পরে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ আহসানুল কবীরের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । পুলিশ ছিনিয়ে নেওয়া আমিনুল, সিগন্যাল লাইট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। বাস চালক ও হেলপাররা পালিয়ে গেলেও পুলিশ দু’টি বাসকে আটক করেছে।

(এসকে/পিবি/এপ্রিল ২১,২০১৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test