E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত

২০১৫ এপ্রিল ২১ ১৬:৪১:২৭
বাগেরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি  : বাগেরহাটে এবার শতভাগ জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের লক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাগেরহাট প্রেসক্লাবের জুলফিকার আলী লুলু অডিটোরিয়ে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট সিভিল সার্জন ডা: বাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: শাহ আলম টুকু, সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসাইন, এ্যাড. মোজাফফর হোসেন, ডা: প্রদীপ কুমার বকসী, ডা: রুবাইয়াত ফাতেমা প্রমুখ। বক্তারা বলেন, ভিটামিন এ রোগ থেকে মুক্তি পেতে প্রত্যেক শিশুকে পুষ্টি জাতীয় শাক-সবজি ও ফলমুল খাওয়ানোর বিকল্প নেই।
কর্মশালায় জানানো হয়, আগামী শনিবার ২৫ এপ্রিল বাগেরহাট জেলায় এবার শতভাগ শিশুদের জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য নিয়ে স্বাস্থ্য বিভাগ নানা মুখী উদ্যোগ গ্রহন করেছে। ৬-১১ মাস বয়সী ১৬ হাজার ৫০৮ জন শিশু, ১-৫ বছর বয়সী ১ লাখ ৩৭ হাজার ৩৪২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষে বাগেরহাটের ৯ উপজেলা ও ৩টি পৌরসভায় স্বাস্থ্য বিভাগের ১৯৮২টি টিকা দান কেন্দ্রে ৫৯৪৬ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।

(একে/পিবি/ এপ্রিল ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test