E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁর খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান!

২০১৫ এপ্রিল ২১ ১৭:১০:৩১
নওগাঁর খোলা আকাশের নিচে চলছে শিশুদের পাঠদান!

নওগাঁ প্রতিনিধি : রবিবার বিকেলে নওগাঁর নিয়ামতপুরে কাল বৈশাখীর তান্ডবে বিধ্বস্ত পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চালা উড়ে গেছে। বিধ্বস্ত হয়ে গেছে স্কুল ভবন।  শ্রেনী কক্ষের অভাবে খোলা আকাশের নিচে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান । অপর দিকে বিদ্যালয়টি গত ২বছর পূর্বে এমপিও ভুক্ত হলেও অদ্যবধি ওই স্কুলের কর্মরত ৪শিক্ষক/শিক্ষিকা বেতন ভাতা না পাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত ১৯৯০ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়ে ২৫ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত বিদ্যালয়ে সরকারি ভাবে কোন ভবন নির্মাণ হয়নি। নিজস্ব অর্থায়নে মাত্র ৪টি টিন শেডের রুম তৈরী করে কোন রকমে পাঠদান করে আসছিলেন শিক্ষকরা। এদিকে রবিবার বিকেলের ঝড়ে টিনের চালা উড়ে গিয়ে বিদ্যালয়টি পাঠদানের অযোগ্য হয়ে পড়েছে। এ কারনে বর্তমানে খোলা আকাশের নিচে প্রায় ১৩৬ জন ছাত্র/ছাত্রী ক্লাশ করতে হচ্ছে। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।
পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ আলী জানান, আমাদের বিদ্যালয় ২৫ বছর পূর্বে স্থাপিত হলেও আজ পর্যন্ত কোন সরকারি বিল্ডিং তৈরা করা হয়নি। ২০১৪ সালে পিএসসির সমাপনি পরীক্ষায় ১৮জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহন করে পাশের হার ছিল শত ভাগ। স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রির নিকট এলাকাবাসী ও অভিবাবকবৃন্দের আকুল আবেদন, অতিসত্বর পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনীকক্ষের সংস্কার ও একাডেমীক ভবন নির্মাণ করে বিদ্যালয়ে উন্নত শিক্ষার পরিবেশ তৈরী করবেন। এ বিয়য়ে নিয়ামতপুর প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অল্প দিনের মধ্যেই বিদ্যালয়টি সংস্কারসহ ভবন নির্মানের ব্যবস্থা নেয়া হবে।

(বিএম/পিবি/ এপ্রিল ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test