E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে লাঠির আঘাতে নিহত ২

২০১৪ মে ১৪ ১৫:৪৬:৪২
দিনাজপুরে লাঠির আঘাতে নিহত ২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে একই দিনে দু’ব্যক্তি হত্যার শিকার হয়েছে। এদের মধ্যে একজন স্ত্রী ও পুত্রের লাঠির আঘাতে এবং অপরজনের মুত্যু হয়েছে ভাতিজার লাঠির আঘাতে। ঘটনা দুটি ঘটেছে একটি পার্বতীপুরে এবং অপরটি বীরগঞ্জ উপজেলার পল্লীতে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ স্ত্রী ও পুত্রসহ ৫ জনকে আটক করেছে।

নিহতরা হলেন, পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে সুবাস চন্দ্র রায় (৪৮) এবং বীরগঞ্জ উপজেলার বাদলাপাড়া গ্রামের তাহের উদ্দীনের ছেলে নজরুল ইসলাম (৪০)।
এলাকাবাসী জানান, দুই স্ত্রীর সংসারে পারিবারিক কলহের জের ধরে গতরাতে সুবাস চন্দ্রকে দ্বিতীয় স্ত্রী জোসনা বালা, ছেলে নিতেষ চন্দ্র ও প্রদীপ চন্দ্র বেদম মারধর করে। তাদের লাঠির আঘাতে রাতেই সুবাস চন্দ্রের মুত্যু ঘটে।
হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসিরা স্ত্রী জোসনা বালা, ছেলে প্রদিপ চন্দ্র ও নিতেশ চন্দ্র এবং পুত্রবধু সন্ধ্যা রানী ও প্রতিমা রানীকে আটক করে পুলিশে খবর দেয়। আজ বুধবার সকাল ৭টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং আটককৃত ৫ জনকে থানায় নিয়ে আসে।
এদিকে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের বাদলাপাড়া গ্রামের নজরুল ইসলামের সাথে বড় ভাই মো. মোতালেব হোসেনের মুরগী নিয়ে দ্বন্দ্ব। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টায় বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে মো. মোতালেবের পুত্র মো. হোসেন আলী (২২) হাতে থাকা বাঁশ দিয়ে চাচা নজরুল ইসলামের মাথায় আঘাত করলে নজরুল মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৪টায় তিনি মৃত্যু বরণ করেন।
(এটি/এএস/মে ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test