E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ২

২০১৫ এপ্রিল ২২ ১৫:২৬:৪১
দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে নিহত ২

দিনাজপুর প্রতিনিধি  : কালবৈশাখীর তান্ডবে লল্ডভন্ড হয়েছে দিনাজপুরের প্রায় সবকটি উপজেলা। ক্ষতিগ্রস্থ হয়েছে শত শত ঘরবাড়ী। উপড়ে গেছে হাজার হাজার গাছপালা। বোরোসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক স্থানে বৈদ্যুতিক খুটি উপড়ে যাওয়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। ঝড়ে মারা গেছে ২ জন, আর আহত হয়েছে অন্তত ৩০ জন।

নিহতরা হচ্ছে-দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার জয়পুর গ্রামের মোঃ মতিউর রহমানের শিশুপুত্র আল ফাইদী (০৩) এবং পার্বতীপুর উপজেলার সাহেবপাড়া গ্রামের মোঃ নাসিমউদ্দীনের স্ত্রী নুরহাজান বেগম (৩১)। এদের মধ্যে আল ফাইদী ঘর চাপা পড়ে মারা যায় এবং নুরহাজান প্রচন্ড ঝড়ের সময় আতঙ্কে মারা যায়। আহতদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরে শুরু হয় কালবৈশাখীর তান্ডব। প্রায় ১৫ মিনিটের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায় ঘরবাড়ী, গাছপালা, বৈদ্যুতিক সংযোগ। কালবৈশাখী ঝড়ে দিনাজপুরের ১৩টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে বিরল, পার্বতীপুর, চিরিরবন্দর ও সদর উপজেলা। তবে প্রায় প্রতিটি উপজেলায় বোরো ও ভুট্টা ক্ষেতসহ আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল হান্নান জানান, ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন চলছে।
এদিকে ঝড়ের এই তান্ডবে দিনাজপুরের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক বৈদ্যুতিক খুটি ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন স্থানে ছিড়ে গেছে বৈদ্যুতিক তার। এতে বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে গোটা জেলা। দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী জানান, দিনাজপুর শহরে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে রাত পর্যন্ত সময় লাগবে এবং গোটা জেলায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে আরও ২/৩ দিন সময় লাগতে পারে। তিনি জানান, গোটা জেলায় ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন চলছে।

(এটি/পিবি/ এপ্রিল ২২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test