E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলসিন্দুরে চলছে ফুটবল কন্যাদের উল্লাস

২০১৫ এপ্রিল ২২ ১৬:০৪:২৮
কলসিন্দুরে চলছে ফুটবল কন্যাদের উল্লাস

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ জেলা সদর থেকে প্রায় ৭০কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের ধোবাউড়া উপজেলার একটি গ্রাম। গ্রামের নাম কলসিন্দুর। সেটি এখন ফুটবল কন্যাদের গ্রাম কলসিন্দুর নামে পরিচিতি পচ্ছে। আর সেখানে চলছে আনন্দের বন্যা।

নেপালের কাঠম-তে অনুষ্ঠিতব্য দক্ষিণ মধ্য এশিয়া অঞ্চলের এএফসি অনুর্ধ-১৪ চ্যাম্পিয়ানশীপে এতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর বাছাইকৃত সারাদেশের ১৮জন খেলোয়াড়ের টিমে কলসিন্দুর গ্রামের ১০জন স্থান পেয়েছে। এদের মধ্যে রয়েছে এশিয়া ফুটবল রেকিং এ ৭ম স্থান অর্জনকারী সানজিদা আক্তারও। রবিবার একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহ জালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। দক্ষিণ মধ্য এশিয়া অঞ্চলের এএফসি চ্যাম্পিয়ানশীপে নেপালের কাঠম-ুতে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। মঙ্গলবার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সে খেলায় কলসিন্দুরের আব্দুল মোতালেবের কন্যা মার্জিয়া খাতুনের দেয়া গোলে ১- গোলে ড্র হয়েছে।
১০নং কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ মফিজ উদ্দিন জানান, কলসিন্দুর গ্রামের বাছাইকৃত হলো গোলকিপার মোঃ সবুজ মিয়ার কন্যা তাসলিমা আক্তার, নবী হোসেনের কন্যা মাহমুদা আক্তার, নিকুঞ্জ হাউই ও বাসনা আজিমের কন্যা শিউলী আজিম, বিরেন্দ্র মারাক ও এনতা মান্দার কন্যা মারিয়া মান্দা, ফিরুজ মিয়ার কন্যা তহুরা খাতুন, মিরাস উদ্দিনের কন্যা শামছুন নাহার, আব্দুল মোতালেবের কন্যা মার্জিয়া খাতুন, লিয়াকত আলীর কন্যা সানজিদা আক্তার, আবুল কালামের কন্যা নাজমা আক্তার ও রুপা আক্তার। এ ছাড়াও টিমে স্থান পেয়েছে টাঙ্গাইলের কৃষ্ণ রানী (ক্যাপ্টেন), জোসনা বেগম, রুমা আক্তার, রংপুরের স্বপ্না আক্তার, মৌসুমী আক্তার, নড়াইলের রাজিয়া খাতুন, রাঙ্গামাটির মনিকা চাকমা। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতী রানী শীল ওদের আজকের এ অবস্থানে নিয়ে যান। প্রাথমিক বিদ্যালয় অতিক্রম করে ভর্তি হয় কলসিন্দুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন এ ধারাবাহিকতা রক্ষায় মনোনিবেশ করেন।
হাটে-বাজারে আর রাস্তার মোড়ে মোড়ে দোকানগুলোতে ফুটবল কন্যাদের আলোচনা মূল কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। প্রশাসনিক আর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনেও চলছে ওদেরকে নিয়ে তোড়জোড়। বাবা-মাও উৎফুল্ল। বিদ্যালয়ের সহপাঠীদের মাঝে চলছে বিরামহীন উল্লাস। ক্লাসে বা টিফিনের ফাঁকে সবার মুখে মুখে ওদের গল্প। আজ ফুটকন্যাদের জন্য ধন্য কলসিন্দুর গ্রাম। ওদের হাতেখড়ি সহকারি শিক্ষক মোঃ মফিজ উদ্দিন অনুভূতি প্রকাশ করতে গিয়ে আনন্দশ্রুতেই কথা বলতে পারেনি। তবু বলেন, জীবনে কখনও এমন কল্পনা করেনি। কলসিন্দুরের মতো অজোপাড়াগায়ের মেয়েরা এমন অবস্থানে যেতে পারবে। পুরো গ্রামবাসীর সহযোগিতায় আজকের এই অবস্থান।
(এসআইএম/পিবি/ এপ্রিল ২২,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test