E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয়  শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর প্রস্তুতি

২০১৫ এপ্রিল ২২ ১৭:১২:১৮
নওগাঁয়  শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর প্রস্তুতি

নওগাঁ প্রতিনিধি : আগামী শনিবার নওগাঁ জেলায় ৩লাখ ৬২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস নীল ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

এসব শিশুদের মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৫শ’ শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৪ হাজার ৫ শ’ শিশু রয়েছে। বুধবার বেলা ১ টায় নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৫ পালন উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১দিনের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য দেয়া হয়। নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুলের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সর্জিন ডা. হাবীব নেওয়াজ হিরু ও সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জাহিদ নজরুল চৌধুরী। জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ১ হাজার ৩৫২ জন কর্মী মোট ২ হাজার ৫৭২টি কেন্দ্রে এই কর্মসূচী পালন করবে।
(বিএম/পিবি/ এপ্রিল ২২,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test