E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় সিভিল সার্জনকে অপসারণের দাবিতে মানববন্ধন

২০১৫ এপ্রিল ২৩ ১৬:০৯:১৩
নওগাঁয় সিভিল সার্জনকে অপসারণের দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি :  দুর্নীতির মাধ্যমে অনুমোদনকৃত টেন্ডার বাতিল ও নওগাঁর  সিভিল সার্জনকে অপসারণ দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন এমএসআর বঞ্চিত ঠিকাদারগণ ও ভুক্তভোগী নওগাঁবাসী। 

চলতি অর্থবছরে নওগাঁ সিভিল সার্জন অফিসে ২ কোটি টাকার ওষুধসহ সরঞ্জাম কেনার টেন্ডারে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘাপলার অভিযোগ তুলেছেন ঠিকাদাররা। ঘন্টা কালব্যাপি অনুষ্ঠিত এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বঞ্চিত ঠিকাদার ও আওয়ামী লীগ নেতা বিভাস মজুমদার গোপাল, যুবলীগ নেতা নাফিউল হোসেন কেতন ও হাসানুজ্জামান বাবু । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা কেমিষ্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি বিশিষ্ট ঠিকাদার আতাউর রহমান, শফিকুল আলম, আসাদুজ্জামান সিদ্দিকী প্রমুখ। বক্তাগন বলেন, প্রায় অর্ধকোটি টাকা উৎকোচের বিনিময়ে সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বুলবুল অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি টাকার টেন্ডার তার পছন্দের ঠিকাদারকে দিয়েছেন। এতে সরকারের অন্তত ১ কোটি টাকা লোপাট হয়েছে বলে দাবি করেন তারা
(বিএম/পিবি/ এপ্রিল ২৩,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test