E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নান্দাইলে স্যামুয়েল হ্যানিম্যান ২৬০ তম জন্ম বার্ষিকী পালিত

২০১৫ এপ্রিল ২৩ ২০:৫৯:০৫
নান্দাইলে স্যামুয়েল হ্যানিম্যান ২৬০ তম জন্ম বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দইলে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের প্রতিষ্ঠাতা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬০ তম জন্মবাষির্কী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েসনের নান্দাইল উপজেলার সভাপতি ডাঃ জামাল আহাম্মদ খানএর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ১৫৪-ময়মনসিংহ-৯ নান্দাইলের জাতীয় সংসদ সদস্য ,শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহানূর আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থণীতি ও গ্রামীন সমাজ বিজ্ঞান বিভাগের ডীন ,সভাপতি জেলা হোমিও ডক্টরস এসোসিয়েশনের (হোডা) ডাঃ পরেশ চন্দ্র মোদক, ডাঃ বীরেন্দ্র চন্দ্র দেব নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ কলেজের অবঃ অধ্যাপক বিরাজ কুমার গোস্বামী নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা হোমিওপ্যাথি প্রতিষ্ঠাতা ডাঃ মহাত্মা স্যামুয়েল হ্যানিমুনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। প্রধান অতিথি হোমিওপ্যাথি নান্দাইল উপজেরা কার্যালয়ের সরকারী খাস ভ’মি যদি পাওয়া যায় তা বন্দোবস্ত প্রদানের ঘোষনা দেন।

জন্মবাষির্কী অনুষ্ঠানে উপজেলার হোমিওপ্যাথিক ডাক্তার ও ঔষধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

(এপি/অ/এপ্রিল ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test