E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

২০১৫ এপ্রিল ২৩ ২২:২৪:৩৭
বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত দুইদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বাগেরহাট সদর হাসপাতালে শতাধিক রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের শয্যা সংকুলান না হওয়ায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের মেঝেতে এমনকি হাসপাতালের ওয়ার্ডের বাইরে ভ্যান-রিক্সায় চিকিৎসা নিতে দেখা গেছে।

অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের হাসপাতাল থেকে ওষুধ না দেয়ায় বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে বলে অভিযোগ করেন স্বজনরা। হঠাৎ করে ডায়রিয়ার চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে ওষুধ সংকট দেখা দিয়েছে বলে দাবী করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহষ্পতিবার বিকালে বাগেরহাট সদর হাসপাতালে গিয়ে এই চিত্র দেখা গেছে।
বাগেরহাট সদর হাসপাতালে চার শয্যার ওয়ার্ডে গত দুই দিনে জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত নারী,পুরুষ ও শিশুসহ অন্তত শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে মধ্যে বয়সী পুরুষ ও নারীর সংখ্যাই বেশি।

ভর্তিকৃতরা হলেন, মিজানুর রহমান (৪২), মেরী গাইন (৪৮), জসিম (২৮), মকবুল (২৮), পিয়ারা (২৮), নুর জাহান (২৬), মনির (৫৫), সবুরা (৬০), মোস্তফা মল্লিক (৫৫), নুরজাহান (৭০), মাহাতাব (৫৫) সিদ্দিক (৫০), শিশু শান্ত, মরিয়ম, ফরহাদ, হোসাইন, হাসান, মারজান, জেমিন, সিয়াম ও আহাদ। এদের বয়স পাঁচ মাস দেড় বছর পর্যন্ত। ভর্ত্তি হওয়া রোগীদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে।

বাগেরহাট শহরের মারিয়া পল্লী থেকে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন টমাস গাইন অভিযোগ করেন, হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে জায়গা সংকুলনার না হওয়ায় ওয়ার্ডের বাইরে আমার মা মেরী গাইনকে ভ্যানরিক্সায় রেখে চিকিৎসা নিতে হচ্ছে। অন্যদিকে ওষুধ সংকট দেখা দেয়ায় বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে।

বাগেরহাট সদর উপজেলার বেশরগাঁতি গ্রাম থেকে আসা শাহজাহান শেখ অভিযোগ করেন, বুধবার রাতে আমার মা নুর জাহান ডায়রিয়ায় আক্রান্ত হন। ঘনঘন বমি ও পাতলা পায়খানা হওয়ায় রাতেই আমি আমার মাকে হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে বেড না পেয়ে মেঝেতে তার জায়গা হয়েছে। হাসপাতাল থেকে স্যালাইন ও ইনজেকশন না পেয়ে বাইরে থেকে কিনে আনতে হয়েছে।

স্টাফ নার্স হামিদা বেগম বলেন, কয়েকদিন ধরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। তবে গত দুইদিনে রোগীর চাপ খুব বেশি। তাই হাসপাতালে স্যালাইন ও ইনজেকশনের সংকট দেখা দিয়েছে। ফলে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে।
বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মাঈন উদ্দিন মোল্লা বলেন, প্রচন্ড গরম ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বাগেরহাট সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শয্যা সংখ্যা মাত্র চারটি। রোগীর চাপ বেড়ে যাওয়ায় ডায়রিয়া আক্রান্ত রোগীরে হাসপাতালের মেঝেতে ও বাইরে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। হঠাৎ করে ডায়রিয়ার চাপ বেড়ে যাওয়ায় হাসপাতালে ওষুধ সংকট দেখা দেয়ায় কিছু রোগীকে বাইরে থেকে ওষুধ কিনতে হয়েছে।

(একে/এসসি/এপ্রিল২৩.২০১৫)




পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test