E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্যুৎ বিভ্রাটের কারনে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেমে আছে প্রসুতিদের সিজার

২০১৫ এপ্রিল ২৪ ১৩:২৭:৩৪
বিদ্যুৎ বিভ্রাটের কারনে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে থেমে আছে প্রসুতিদের সিজার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :বিদ্যুৎ বিভ্রাটের কারনে শাহজাদপুর উপজেলা হাসপাতালে  প্রসুতিদের সিজার করা সম্ভব হচ্ছেনা। ফলে হাসপাতারল কর্তৃপক্ষ বাধ্য হয়ে প্রসুতিদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল সহ শাহজাদপুরের বাহিরের হাসপাতালে স্থানান্তর করিতে বাধ্য  হচেছ।

একারনে প্রসূতি ও তার অভিভাবকদের অর্থসময় যেমন অপচয় হচ্ছে তেমনি প্রসূতিদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দায়িত্বরত আবাসিক চিকিৎসক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে যানান, বিদ্যুৎ বিভ্রাটের কারনে গত দুই দিনে (বুধ, বৃহস্পতি) চারজনকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে(হাসপাতাল) সিজার করেত না পারায় বাধ্য হয়ে এদের সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। এরা হলেন শাহজাদপুর উপজেলার বাগধুনাইল গ্রামের আবুল বাশারের স্ত্রী ডালিম বেগম (১৯), পোতাজিয়া গ্রামের এরশাদ প্রাং এর স্ত্রী রেশমা বেগম (২১), দ্বাবারিয়া গ্রামের সেলিম মিয়ার স্ত্রী আমেনা বেগম (২৪) ও একই গ্রামের আঃ হালিমের স্ত্রী ফাতেমা খাতুন (২০)। জানাগেছে, শাহজাদপুর হাসপাতাল থেকে মাতৃস্বাস্থ্য ভাউচার স্কিমের অধিনে এসকল প্রসূতিরা বিনা খরচায় সিজার করার সকল সুবিধা পেত। শাহজাদপুর উপজেলা হাসপাতালে সিজার করতে না পারায় এসব প্রসূতিদের এখন বাইরের ক্লিনিক বা হাসপাতালে টাকা খরচ করে সিজার করতে হবে। সম্পত্তি লাগাতার বিদ্যুৎ বিভ্রাটের কারনে শাহজাদপুর পোতাজিয়া হাসপাতালে গত তিন দিন ধরে সিজার করা সম্ভব হচ্ছে না। এ আবসিক চিকিৎসক আরও জানান গত ৭/৮ বছর ধরে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর বাক্স বন্দি অবস্থায় হাসপাতালের ভিতরে পরে থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের সময় এটি কোন কাজেই লাগছেনা। ফলে সম্পত্তি বিদ্যুৎ বিভ্রাটের কারনে প্রায় অচল ছোট একটি জেনারেটর দিয়ে হাসপাতালের সাময়িক আলোর ব্যবস্থা রাখা হয়। হাসপাতালের উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটারটি কবে চালু হবে কর্তৃপক্ষ তা বলতে পারেনি।


(এআরপি/এসসি/এপ্রিল,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test