E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৫

২০১৫ এপ্রিল ২৪ ১৫:১৮:৩৭
বাগেরহাটে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৫

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ফকিরহাটের ফলতিতা এলাকায় যাত্রীবাহি পরিবহন ও পিকআপের মুখোমখি সংর্ঘষে একই পরিবারের ৪সদস্যসহ ৫ জন ঘটনাস্থালে নিহত ও ৮জন আহত হয়েছে।

শুক্রবার বেলা আড়াইটার দিকে মংলা - মওয়া - ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের সকলেই গোপালগজ্ঞ থেকে মাছ বিক্রি করে বাগেরহাটের ফকিরহাট ফিরছিলো। দুর্ঘটনার পর প্রায় ১ঘন্টা ধরে এমহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

নিহতদের মধ্যে রয়েছে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার দোহাজাড়ী গ্রামের ফটিক দাসের দুই ছেলে নিল কমল দাস (৪৫) ও বলরাম দাস (৩৫), তাদের ভাগ্নে একই গ্রামের সুভাশ দাসের ছেলে শ্যাম দাস (৩২) ও প্রতিবেশী কার্তিক দাসের ছেলে পালু দাস (৪৭)। নিহত এ ৪ জন গোপালগঞ্জে মাছ বিক্রি করে পিকআপ যোগে ফকিরহাটে ফিরছিল। অপর নিহত পিকআপ চালক আনসার আলী শেখের (৪৫) বাড়ি খুলনা জেলার রূপসা এলাকায় বলে পুলিশ জানায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহতরা হলেন খুলনা গোবরচাকার শাজাহানের ছেলে ইমরান (৩৬), গোপালগঞ্জের আবুল বাসারের ছেলে তুহিন (৩৪) ও বাগেরহাটের ফকিরহাট উপজেলার দোহাজাড়ী গ্রামের কার্তিক দাসের ছেলে মলয় দাস (৩৫)।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান জানান, খুলনা থেকে ঢাকাগামী যাত্রবাহি পরিবহন টুঙ্গীপাড়া এক্সপ্রেস খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে বাগেরহাটের ফকিরহাটের ফলতিতা এলাকায় পিকআপের সাথে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ একই পরিবারের ৪ সদস্য নিহত হয়। এসময়ে পিকআপে থাকা অপর ৩ যাত্রী গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, গোপালগজ্ঞ থেকে মাছ বিক্রি ফকিরহাট ফেরার সময়ে যাত্রীবাহি বাস ও পিকআপের মুখোমুখি সংর্ঘষ হয়। নিহত ৫ জনের মধ্যে ৪ জন ফকিরহাট উপজেলার দোহাজারী গ্রামের ফটিক দাসের পরিবারের সদস্য। এঘটনায় যাত্রীবাহি পরিবহনটির ও পিকআপে থাকা অন্তত ৮ জন কমবেশি আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহতায় আহত ও নিহতদের উদ্ধার করে। পুলিশ সংঘর্ষে জড়িত দু’টি গাড়ী আটক করেছে।

এ দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মো. জাহাংঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরির্দশন করেন। এ ঘটনায় প্রায় ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাগেরহাট-১ (পকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলাল উদ্দিন।

(একে/এএস/এপ্রিল ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test