E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট ,৩ পুলিশসহ আহত ১৪

২০১৫ এপ্রিল ২৪ ২০:১৬:২৯
মাদারীপুরে অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট ,৩ পুলিশসহ আহত ১৪

মাদারীপুর প্রতিনিধি :মাদারীপুর সদরের চরমুগরিয়া বন্দর এলাকায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় পার্শ্ববর্তী হাজরাপুর গ্রামবাসীর হামলায় অর্ধশতাধিক বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় ৩ পুলিশসহ ১৪ জন আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫২ রাউন্ড গুলি ও ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

স্থানীয়, পুলিশ ও আহতরা জানান, বৃহস্পতিবার বিকেলে চরমুগরিয়া বন্দরের সরকারি জায়গার একটি আমগাছ থেকে আম পাড়তে বাঁধা দেয়া হলে ক্ষিপ্ত হয় হাজরাপুর গ্রামের কয়েকজন প্রভাবশালী। তারা শুক্রবার সকাল ৮টার দিকে চরমুগরিয়া এলাকার পার্শ্ববর্তী হাজরাপুর গ্রামের আকতার মাদবর ও মোশারেফ সরদারের নেতৃত্বে ৫ শতাধিক মানুষ দেশীয় অস্ত্র-সস্ত্রসহ চরমুগরিয়া বন্দরের পুরানবাজার আবাসিক এলাকায় হামলা চালিয়ে ৯টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করে। পরে বেলা ১টার দিকে সহ¯্রাধিক গ্রামবাসী দ্বিতীয় দফা হামলা করে আরো অর্ধশতাধিক বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় তারা প্রত্যেকটি পরিবারের ঘরের আসবাবপত্র ভাংচুর, স্বর্ণ-গহনা লুটপাট, খাদ্যদ্রব্য তছনছ এবং এমনকি গাছের ফল-ফলাদিও নষ্ট করে ফেলে। এছাড়া দোকানপাট থেকে জিনিসপত্র ও গোয়ালঘর থেকে গবাদিপশুও নিয়ে গেছে।

আহতদের মধ্যে চরমুগরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ভিষ্ম কুমার দেবনাথ বিশ্বজিৎ, পুলিশের কনেষ্টবল তৌফিকুল ইসলাম, কনেষ্টবল অনিমেষ বিশ্বাস এবং ইসমাইল তালুকদার, মরিয়ম বেগম, রানা তালুকদার, সজিব তালুকদার, মনির কবিরাজ, নাহিদ খোন্দকারের নাম পাওয়া গেছে।

এ ঘটনায় পুলিশ সজিব মাতুব্বর, হাসান মাতুব্বর, উজ্জ্বল বেপারী, আরিব কবিরাজ, হাবিব কবিরাজ, ওয়াসিম মাতুব্বর, রুবেল হাওলাদার, ইমন খান, জাফর ইকবাল, রাসেল বেপারী, সজল মুন্সী, শাহাদাত হোসেনকে আটক করেছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, হামলায় যেসব বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে তাদের অধিকাংশই আওয়ামীলীগের কর্মী-সমর্থকদের বাড়ি। একটি বাড়িতে নৌ-মন্ত্রী শাজাহান খানের ছবি সম্বলিত ব্যানারে তার ছবিতেও ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে কেটে ফেলেছে হামলাকারীরা।
মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে চরমুগরিয়া ফাঁড়ি, সদর থানা পুলিশ, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫২ রাউন্ড গুলি ও ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনায় হামলাকারীদের ১২ জনকে আটক করেছে পুলিশ। ওই এলাকার উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।’

(এএসএ/এসসি/এপ্রিল,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test