E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় রিভলবার উদ্ধার, প্রতিষ্ঠানের মালিক জনপ্রতিনিধির জিম্মায়

২০১৪ মে ১৪ ১৭:৩৪:৩৩
বড়লেখায় রিভলবার উদ্ধার, প্রতিষ্ঠানের মালিক জনপ্রতিনিধির জিম্মায়

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : আজ বুধবার বিকালে পুলিশ মৌলভীবাজারের বড়লেখায়  কম্পিউটারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে একটি রিভলবার উদ্ধার করেছে। তবে পুলিশ  সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিককে জনপ্রতিনিধির জিম্মায় দেয়ায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে দুইটার দিকে বড়লেখা থানার সেকেন্ড অফিসার কাজী জিয়া উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দাসেরবাজারের হাইটেক কম্পিউটারের দোকানে অভিযান চালায়। সেখান থেকে পুলিশ ৬ বোরের একটি রিভলবার উদ্ধার করে, তবে কোন গুলি পাওয়া যায়নি। হাইটেক কম্পিউটারের মালিক জাকির হোসেন (২৬) এসময় ঘরে থাকলেও পুলিশ অজ্ঞাত কারনে জাকির হোসনেকে দুই ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদনী ও মাতাব উদ্দিনের জিম্মায় দিয়ে চলে আসে। তবে স্থানীয় অনেকে জানিয়েছেন, পুলিশের এ আচরণ রহস্যজনক। জাকির হোসেন বর্ণী গোদামবাজারের ইসলাম উদ্দিনের পুত্র।
এ ব্যাপারে সেকেন্ড অফিসার কাজী জিয়া উদ্দিন জানান, স্থানীয় দুই ইউপি চেয়ারম্যান সহ অনেকে জাকির হোসেনকে ভাল মানুষ হিসেবে আখ্যায়িত করায় এবং তার দোকানঘরের ভিতরের ভ্যানটিলেটার ভাঙ্গা থাকায় ধারনা করা হচ্ছে হয়তো কেই শত্রুতাবশত রাতের আধারে রিভলবারটি রেখে যেতে পারে । এজন্য তাকে স্থানীয় দুই জনপ্রতিনিধির জিম্মায় দেয়া হয়েছে। রিভলবার উদ্ধারে থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। পরবর্তীতে তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে।

(এলএস/এএস/মে ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test