E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে অকেজো হয়ে আছে রেলওয়ের মালবাহী ওয়াগন

২০১৫ এপ্রিল ২৫ ১৬:২৬:৫৮
গৌরীপুরে অকেজো হয়ে আছে রেলওয়ের মালবাহী ওয়াগন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের খোলা আকাশের নিচে প্রায় পাঁচ বছরের অধিক সময় ধরে অচল অবস্থায় পড়ে আছে রেলওয়ের মালবাহী ২৪টি ওয়াগন। দীর্ঘদিন ধরে এই ওয়াগনগুলো অযত্নে পড়ে থাকলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ এগুলো সংস্কারের কোনো উদ্যোগ গ্রহন করছেনা।

গৌরীপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, অচল অবস্থায় পড়ে থাকা ২৪টি মালবাহী ওয়াগনের মূল্য কয়েক কোটি টাকার মতো। সরজমিনে খোঁজ জানা গেছে, বছরের পর বছর খোলা আকাশের নিচে মালবাহী ওয়াগনগুলো পড়ে থাকার রোদ পুড়ে-বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। অধিকাংশ ওয়াগনগুলোতে মরিচা ধরে বডি নষ্ট হয়ে যাচ্ছে। চুরি হয়ে যাচ্ছে বিভিন্ন ফিটিংস। এরমধ্যে কয়েকটি ওয়াগন একেবারে পরিত্যাক্ত হয়ে গেছে। বাকি ওয়াগনগুলোর কোনোটির হুক সমস্যা, কোনোটির ফ্লোর নষ্ট হয়ে গেছে। তবে গৌরীপুর রেলওয়ে কতৃপক্ষ জানিয়েছে, ২৪টি ওয়াগনের মধ্যে ৬টি ওয়াগন ঠিক আছে। অন্যান্য যান্ত্রিক ত্রটিযুক্ত ওয়াগনগুলো সংস্কার করা হলে পুনরায় চালু করা যাবে।
গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাষ্টার এস এম তারেক জানান, যান্ত্রিক ত্রুটিযুক্ত মালবাহী ওয়াগনগুলো মেরামতের জন্য রেলওয়ের উর্ধ্বতন কতৃপক্ষের কাছে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তুু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কতৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ গ্রহন করেননি।
(এসআইএম/পিবি/ এপ্রিল ২৫,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test