E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে সংখ্যালঘুর দেবত্তোর সম্পত্তি জবরদখল,এলাকায় উত্তেজনা

২০১৫ এপ্রিল ২৫ ১৭:৫৫:১৮
সাপাহারে সংখ্যালঘুর দেবত্তোর সম্পত্তি জবরদখল,এলাকায় উত্তেজনা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মুসলিম সম্প্রদায়ের জনৈক প্রভাবশালী ব্যক্তি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দেবত্তোর সম্পত্তি জবরদখল করে নিয়েছে। এ ঘটনায় এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে চাপা ক্ষোভ ও চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সংখ্যালঘুরা প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেও কোন ফল না পেয়ে নিরাশ ও হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।

জানা গেছে, সাপাহার উপজেলার তিলনা গ্রামের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের চাঁচাহার মৌজার হাল ৫০২ দাগে ১১ শতাংশ দেবস্থান যা হিন্দু জনসাধারণের জন্য ব্যবহার্য, এমন জমির ওপর দীর্ঘদিন যাবত পুজা অর্চনা করে আসছিল তারা। কিছু দিন পূর্বে ওই এলাকার আশে পাশে মুসলিম সম্প্রদায়ের লোকজনের বসতি গড়ে ওঠায় সেখানে তারা তাদের পূজো অর্চনার কাজ বন্ধ করে দেয়। এর পর থেকে উক্ত জায়গাটি হিন্দু সম্প্রদায়ের লোকজনের পরিবর্তে মুসলিম সম্প্রদায়ের লোকজনই ব্যবহার করে আসে। কিন্তু সম্প্রতি চাঁচাহার দক্ষিনপাড়া গ্রামের মৃত সাদেক আলীর পুত্রদ্বয় মোঃ কাইফুর (৩৭) তার ভাই মোঃ আলম (৩৪) ও মোঃ মোশারফ আলী (২৫) ওই দেবস্থানের ১১শতাংশ জায়গার মধ্যে ৬শতাংশ জায়গা প্রথমে টিনের বেড়া এবং পরে আরসিসি পিলার দিয়ে স্থায়ী স্থাপনা তৈরী করে তাদের বসত বাড়ির মধ্যে দখল করে নেয়। এ বিষয়ে প্রথমে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে তিলনা হিন্দুপাড়ার স্বপন কুমার পাল বাদী হয়ে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রী দায়ের করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাগজ পত্র দেখে ওই জায়গার ওপর ১৫৪ ধারা জারী করে স্থিতি অবস্থা বজায় রাখার জন্য উভয় পক্ষদ্বয়কে নোটিশ প্রদান করে আসে। কিন্তু প্রভাবশালী ব্যক্তিগন পুলিশের ১৫৪ ধারাকে বৃদ্ধাঙ্গূলী দেখিয়ে রাতের অন্ধকারে গায়ের জোরে সেখানে স্থায়ী স্থাপনা তৈরী করে জায়গাটি দখল করে নেয়। এ বিষয়ে প্রভাবশালী দখলদারদের সঙ্গে কথা হলে, তারা সাংবাদিকেেদর উক্ত সম্পত্তি তাদের এমন কথা জোড় দিয়ে বলতে পারেননি। তবে তারা জানান, ওই গ্রামের মাদ্রাসা পরিচালনা কমিটি তাদেরকে মাদ্রাসায় কিছু সম্পতি দান করে ওই দেবস্থানের জমি দখল করতে বলেছে বলে জানিয়েছেন। এর পর এ বিষয়ে চাঁচাহার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আব্দুল মালেক সাংবাদিকদের জানান, হিন্দু সম্প্রদায়ের লোকজন যেহেতু ওই জায়গা ব্যবহার করেনা, তাই ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসা মাঠে তাদের কিছু জায়গার পরিবর্তে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় স্থানের দেড় শতাংশ জায়াগা তাদের দখল করতে বলা হয়েছে। কিন্তু ওই দখলকারী ব্যক্তিরা এলাকার কিছু বখাটে লোকের কথা শুনে ৬ শতাংশ জমি দখল করে নিয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান চৌধুরীর জানান, পুলিশের ১৫৪ধারা ভাইলেশন করায় ওই ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কোর্টে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোর্ট থেকে নির্দেশনা আসলে পুলিশ এ্যকশনে যাবে। বর্তমানে তিলনা এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের দেবস্থানের নামে রেকর্ডভুক্ত সমুদয় সম্পত্তি পুনঃরুদ্ধারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

(বিএম/এসসি/এপ্রিল২৫,২০১৫)




পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test