E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

২০১৫ এপ্রিল ২৬ ১৫:০৫:২১
মংলায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত

মংলা প্রতিনিধি : মংলায় আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার দুপুর সোয়া ১টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এ সময় শহরের বিভিন্ন পুকুর, রাস্তার উপর জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেনের পানি উপর-নিচের দিকে গড়াতে দেখা যায়। ভূমিকম্পের ফলে নদী-খালের পানিতেও ব্যাপক ঢেউয়ের সৃষ্টি হয়। রবিবারও আতংকিত লোকজন বহুতল ভবন, হোটেল, ব্যবসায় প্রতিষ্ঠান ও দোকানপাট থেকে বের হয়ে বাহিরে অবস্থান নেয়।

ভূমিকম্পের খবর শুনে স্কুল কলেজের শিক্ষার্থীরা দ্রুত ভবন ছেড়ে নিচে নেমে আসে এবং ক্লাস বাদ দিয়ে বাড়িতে চলে যায়। পরপর শনি ও রবিবার দুপুরে ভূকম্পনের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতংক বিরাজ করছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, কালবৈশাখী ও ভূমিকম্পের প্রভাবে রবিবার স্বাভাবিক জোয়ারে তুলনায় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে জলোচ্ছাসে রুপ নিতে পারে। এছাড়া গভীর সাগর-সুন্দরবনে মাছ ধরতে যাওয়া সকল নৌকা-ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এখন থেকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচল ও আশ্রয়ে নেয়ার জন্য বলা হয়েছে।
(এএইচএস/পিবি/ এপ্রিল ২৬,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test