E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায়  শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ

২০১৫ এপ্রিল ২৬ ১৫:২৭:৪২
বড়লেখায়  শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ

বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি :  রবিবার  মৌলভীবাজারের বড়লেখায় স্নাতক(পাস)ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দর। কলেজের উপাধ্যক্ষ একেএম হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্ত দেব, অধ্যক্ষ হারুনুর-উর-রশীদ।
আলোচনা সভায় বক্তরা বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উনয়ন্নে বর্তমান সরকার বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করেছেন। শিক্ষার মান উন্নয়নে সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের বারটি প্রকল্প কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ফান্ডের মাধ্যমে উপবৃত্তির টাকা শিক্ষার কাজে ব্যয় করার জন্য বক্তারা উপবৃওি প্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
পরে উপজেলার ডিগ্রী পর্যায়ের নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজ, বড়লেখা মোহাম্মদীয়া ফাযিল মাদ্রাসা ও গাংকুল সিনিয়র মাদ্রাসার মাদ্রাসার ১৫৯জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তির সাত লক্ষ ঊন আশি হাজার একশত টাকা বিতরণ করা হয়।
(এলএস/পিবি/ এপ্রিল ২৬,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test