E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ফের ভূমিকম্প অনুভূত

২০১৫ এপ্রিল ২৬ ১৬:৫৮:৫০
নওগাঁয় ফের ভূমিকম্প অনুভূত

নওগাঁ প্রতিনিধি : মাত্র ২৫ ঘন্টার ব্যবধানে রবিবার বেলা সোয়া ১ টায় নওগাঁ অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড। শনিবার দুপুরে দু’দফায় ভূমিকম্পের পর তৃতীয়বারের  মতো এই ভূমিকম্প এলাকাবাসীকে চরম আতঙ্কিত করে তুলেছে। শনিবারের ভূমিকম্পের পর মানুষের আতঙ্ক কাটতে না কাটতেই রবিবারের ভূমিকম্প শুরুর সঙ্গে সঙ্গে মানুষজন ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়ে।

এদিকে শনিবারের ভূমিকম্পে শহরের কাপড়পট্টি মহল্লার জনৈক সাইফুল ইসলাম হাজির বহুতল ভবনটির পূর্বপাশের দেয়ালে ফাটল ধরেছে। এতে সুপারীপট্টি মহল্লার বাসিন্দারা চরম আতংকগ্রস্ত হয়ে পড়েছেন। ভবনটির পার্শ্ববর্তী বাসিন্দা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সাহা জানান, ভবনটি নির্মানের সময় কোন বিধি অনুসরণ করা হয়নি। ভবনটির এমন ফাটলে আমরা পূর্বপাশের বাসিন্দা ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা চরম আতঙ্কের মধ্যে পড়েছি। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।অপরদিকে নওগাঁর সাপাহারে রবিবার ও শনিবার দু’দিনের ভূমিকম্পে উপজেলার সীমান্তবর্তী পাতাড়ী ফাজিল মাদ্রাসা ও পাতাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে
(বিএম/পিবি/ এপ্রিল ২৬,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test