E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে রবীন্দ্রনাথ বিজড়িত বিদ্যালয়টি

২০১৫ এপ্রিল ২৭ ১৫:৫৯:০৫
নওগাঁয় ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে রবীন্দ্রনাথ বিজড়িত বিদ্যালয়টি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে সাম্প্রতিক বয়ে যাওয়া কয়েক দফা কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে উপজেলার রাতোয়ালে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রাতোয়াল রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের মাটির তিনটি কক্ষের টিনের ছাউনি। এতে প্রচন্ডভাবে ব্যাহত হচ্ছে পাঠদান। ঘটনার দীর্ঘদিন পার হলেও তা সংস্কার করে পাঠদানের জন্য উপযোগী করার কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি আজও। কোমলমতি শিক্ষার্থীরা সেখানে পাঠ গ্রহনে অস্বস্তিতে ভুগছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ে প্রতিদিন প্রায় ৩৫০জন শিক্ষার্থী পাঠ গ্রহণ করে থাকে। বিদ্যালয়ে বর্তমানে ৩টি মাটির কক্ষসহ মোট ৯টি কক্ষে পাঠদান চলে। যা শিক্ষার্থীদের তুলনায় খুবই অপ্রতুল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রাতোয়ালের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়। শত বছরের পুরনো এই বিদ্যাপিঠটি ১৯১৩ সালে কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় নির্মাণ করা হয়েছিল এই ৩টি মাটির শ্রেণিকক্ষ। সাম্প্রতিক ঝড়ে মাটির কক্ষগুলোর টিনের ছাউনি দুমড়ে- মুচড়ে যাওয়ার কারণে শ্রেণী কক্ষগুলো মারাত্মক ঝুঁকিপূর্ন এবং পাঠদানের অযোগ্য হয়ে পড়েছে। শ্রেণি কক্ষের সংকটের কারণে একই কক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীদের পাঠদান করাতে বাধ্য হচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকবর আলী জানান, কক্ষগুলো বিশ্বকবির স্মৃতির একমাত্র বাহক। আমি ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি একাধিকবার তা সংস্কারের চেষ্টা করেছি। কিন্তু সাম্প্রতিক ঝড়ে কক্ষগুলোর ওপরের ছাউনি একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। যার কারণে বিদ্যালয়ে বর্তমানে শ্রেণি কক্ষের সংকট তীব্র আকার ধারণ করেছে। সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ আমাদের একার পক্ষে যোগান দেয়া সম্ভব নয় । তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

(বিএম/পিবি/ এপ্রিল ২৭,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test