E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সোনার চর থেকে গাছ কেটে উজাড় করে দিয়েছে বন কর্মকর্তারা !

২০১৫ এপ্রিল ২৮ ১৫:৪৪:২৫
সোনার চর থেকে গাছ কেটে উজাড় করে দিয়েছে বন কর্মকর্তারা !

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্য্যের লীরা ভুমি সোনার চর থেকে বন বিভাগের গাছ কেটে উজাড় করে দিয়েছে বন কর্মকর্তারা। গাছ ব্যবসায়ীদের সাথে যোগসাজস করে প্রতি বছরই উপকূলীয় এলাকার বনাঞ্চল থেকে গাছ কেটে তা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় অসাধু বন কর্মকর্তারা। এ বছরও সোনার চর থেকে শতাধিক কেওরা ও ছইলা গাছ কেটে বিক্রি করা হয়েছে যার মুল্য আনুমানিক লক্ষাধিক টাকা হবে বলে ধারনা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোনার চরে নিয়োজিত বিট অফিসার হারুন উর রশিদ জনৈক গাছ ব্যবসায়ী টিটু মিয়ার সাথে যোগসাজস করে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি সোনার চর থেকে প্রায় লক্ষাধিক টাকার গাছ কেটে বিক্রি করেছে। গত কয়েকদিন ধরে গাছ কাটার কাজ চলছিল বলে সোনার চরের জেলেরা জানিয়েছেন। এতে যেমন সরকারী সম্পদ বন কর্মকর্তা কতৃক আত্মসাৎ করা হয়েছে, অপর দিকে সোনার চর হারাতে বসেছে তার সৌন্দর্য্য। হরিণ বানর, পাতিশৃগালরা হারাতে বসেছে তাদের আবাস। বক, সারস, মদনটাক, শামুকখোলরা হারাচ্ছে তাদের আশ্রয়স্থল। বিলিন হতে চলেছে বিভিন্ন পাখিদের কিচির মিচির শব্দ। এ ভাবে চলতে থাকলে সোনার চর হারাবে তার অস্তিত্ব।

বিট অফিসার হারুন উর রশিদের কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। রেঞ্জ অফিসার মকবুল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সোনার চর।” একটি পরিচিত নাম। অঘোষিত পর্যটন কেন্দ্র। যে কোন মুল্যে এর সৌন্দর্য্য রক্ষা করা এখন রাঙ্গাবালীবাসীর দাবী।

(এমআরআর/এএস/এপ্রিল ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test