E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহার সীমান্তে বিএসএফের নির্যাতনে ১ গরু ব্যবসায়ী নিহত

২০১৫ এপ্রিল ২৮ ১৬:২১:৩৩
সাপাহার সীমান্তে বিএসএফের নির্যাতনে ১ গরু ব্যবসায়ী নিহত

নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার ভোররাতে নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গার পার্শ্ববতী ভারতীয় সীমান্তে বিএসএফের নির্যাতনে নূরুল ইসলাম (৩৬) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে ইসলাম (৪৮) নামে আরো একজন।

আহত ইসলামকে উদ্ধার করে প্রথমে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত নূরুল ইসলাম উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আব্দুর রউফের ছেলে এবং আহত ইসলাম একই উপজেলার শিমুলডাঙ্গা গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে।

কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হাকিম জানান, সোমবার রাতে নরুল ইসলাম ও মোঃ ইসলামসহ বেশ কয়েকজন গরু ব্যবসায়ী অবৈধভাবে গরু আনতে ভারতে অনুপ্রবেশ করে। তারা গরু নিয়ে বাংলাদেশে ফেরার পথে রাত অনুমান ২টার দিকে ভারতের বামন গোলাথানার ছনঘাট ৩১বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের আটক করে। আটকের পর বিএসএফ তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে মারপিটসহ নুরুল ইসলামকে উচ্চমাত্রায় বৈদ্যুতিক শক প্রদান করে।

বিএসএফ এর নির্যাতনের এক পর্যায়ে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএসএফ নুরুল ইসলাম ও ইসলামকে মঙ্গলবার ভোর সাড়ে ৩টার দিকে সীমান্তের ২৩৯নং মেইন পিলার এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রেখে যায়। রাতেই ঘটনাটি জানতে পেরে তাদের লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এর কিছুক্ষন পর ভোর ৩টা ৪০মিনিটে আহত নুরুল ইসলামের মৃত্যু হয়।

এব্যাপারে বিজিবি নওগাঁর পত্নীতলা ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল রফিকুল হাসান পিএসসি জানান, গত ২১ এপ্রিল সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তে ২৩৬ নং পিলার এলাকায় বিএসএফ- বিজিবির ক্যাম্প পর্যায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সিদ্ধান্ত হয়, ভারত কিংবা বাংলাদেশে অনুপ্রবেশকারী কোন নাগরিকদের নির্যাতন করা যাবে না। অথচ এর এক সপ্তাহ না যেতেই বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় ভারতীয় বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

(বিএম/এএস/এপ্রিল ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test